শেষ আপডেট: 15th April 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: সোমবার পয়লা বৈশাখের ঠিক আগের দিন কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখের সকাল থেকেই ভিড় জমে সেখানে। একে নববর্ষের শুরুর দিন লোকজন পুজো দিতে যায় কালীঘাটে, তাঁদের কাছে উপরিপাওনা অবশ্যই এই স্কাইওয়াক। কেমন দেখতে হল, ঠিক কীভাবে সাজানো হল, উপর থেকে নীচের দিকটা বা আশপাশ কেমন লাগছে, সেসব কৌতুহল নিয়েই তাই এসেছিলেন তাঁরা। পৌঁছেছিল দ্য ওয়ালও।
২০২২ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল কালীঘাট স্কাইওয়াকের কাজ। দেড় বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হলেও তা সম্ভব হয়নি। মাঝে কাজে বিলম্বের জন্য ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেয়র। তারপর আরও দ্রুত কাজ শুরু হয়েছিল। অবশেষে বহু প্রতীক্ষিত সেই স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, স্কাইওয়াকটি তৈরিতে যা খরচ হয়েছে তার ৯৯ শতাংশই দিয়েছে রাজ্য সরকার। বাকি কালীঘাট মন্দিরের একটি চূড়ার অংশ সোনা দিয়ে বাঁধানো হয়েছে, সেটি করেছে রিলায়্যান্স।
প্রায় ৪৫০ মিটার লম্বা এই স্কাইওয়াক এসপি মুখার্জি রোড থেকে কালী মন্দির রোড পর্যন্ত তৈরি করা হয়েছে। নকশা অনুযায়ী, স্কাইওয়াকে ওঠার জন্য রয়েছে চলমান সিঁড়ি। দেখতে খানিকটা দক্ষিণেশ্বর স্কাইওয়াকের মতোই।
মঙ্গলবার সকালে যাঁরা স্কাইওয়াকে পৌঁছন, তাঁদের অধিকাংশই খুব ভালভাবে পুজো দিতে পেরেছেন বলে জানান। স্কাইওয়াকের ফলে সুবিধা হয়েছে বলেও মন্তব্য করেন।
সকলের শুধু একটাই মত, এই স্কাইওয়াক যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। রক্ষণাবেক্ষণ হয় নিয়মমতো।
স্কাইওয়াক তৈরির পাশাপাশি কালীঘাট মন্দিরও নতুন করে সাজানো হয়েছে। তারও উদ্বোধন সোমবার করেন মুখ্যমন্ত্রী।