শেষ আপডেট: 28th May 2023 12:06
দ্য ওয়াল ব্যুরো: ২৮ মে আবু ধাবিতে (IIFA 2023 Awards at Abu Dhabi) অনুষ্ঠিত হল আইফা ২০২৩ (IIFA 2023) অ্যাওয়ার্ডস। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রীরা। বিভিন্ন জমকালো তাক লাগানো সব পোশাকে দেখা গেছে সেলিব্রিটিদের। কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে বলিউডের জয়জয়কারের পর এবার গ্রিন কার্পেটে হাঁটলেন সারা আলি খান (Sara Ali Khan), ভিকি কৌশল (Vicky Kaushal) থেকে শুরু করে নোরা ফতেহি (Nora Fatehi)।
নতুন ছবি 'জারা হাটকে জারা বাচকে' এর প্রচারের ব্যস্ততার মধ্যেও আইফা ২০২৩এর গ্রিন কার্পেটে সারা আলি খানকে দেখা গেল অপূর্ব সুন্দর একটি লাল গাউনে সঙ্গে ফরমাল ব্ল্যাকে রয়েছে ভিকি কৌশল।
জ্যাকলিন ফার্নান্দেজ পরেছিলেন আইভরি রঙের গাউন যাতে রয়েছে সূক্ষ্ম সোনালি কাজ ও মাথায় ওড়না।
রাজকুমার রাও পরেছিলেন রাজকীয় নীল রঙের একটি স্যুট। ভিতরে সাদা রঙের ফরমাল শার্ট। এবারের আইফা ২০২৩-এ ক্লিন এবং ক্লাসি লুকেই দেখা গেছে এই বলিউডের তারকাকে।
'কালা' ছবির সূত্রে সেরা ডেবিউ অভিনেতার খেতাব পেলেন বাবিল খান। আইফার গ্রিন কার্পেটে তাঁর বিনীত আচরন মুগ্ধ করেছে নেটিজেনদের। কালোর উপর কালো দিয়ে সিকোয়েন্স করা স্যুটে দেখা গেল তাঁকে।
আইফা ২০২৩ এর গ্রিন কার্পেটে রিতেশ দেশমুখকে দেখা গেল সাদা, কালো স্যুটে। অন্যদিকে ছিল স্ত্রী জেনেলিয়া ডিসুজা সাদা কালর মিশ্রনের সিল্কের শাড়িতে। গয়না বলতে সিলভার জাঙ্ক জুয়েলারিকেই প্রাধান্য দিয়েছে জেনেলিয়া।
আইফা ২০২৩-এর গ্রিন কার্পেটে মডেল অভিনেত্রী উর্বশী রাওতেলা হাঁটলেন রুপোলি রঙের ফ্লেয়ার্ড গাউনে।
ফরেভার ইয়াং হৃতিক রোশানকে এবারের আইফা ২০২৩-এ গেল ম্যাট ব্ল্যাকে মঞ্চ কাঁপাতে।
অভিষেক বচ্চন পরেছিলেন নীল রঙের ভেলভেট কাপড়ের একটি স্যুট সঙ্গে ট্রিম করা দাঁড়ি আর চোখে চশমা।
ব্রহ্মাস্ত্র ছবিতে সেরা পার্শ্ব চরিত্র হিসেবে পুরস্কার পেলেন মৌনি রয়। সাদা রঙের অফ শোলডার গাউনে যেন পরীর মত দেখাচ্ছিল অভিনেত্রীকে।
প্রতিবারের মত এবারের গ্রিন কার্পেটে নোরা ফতেহির লুক দেখে চক্ষু চরকগাছ সবার। কমলা এবং নীল মেশানো সিকোয়েন্সের বডিকর্ন ড্রেসে মোহময়ী লাগছে তাঁকে।