শেষ আপডেট: 8th November 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো: আপাতত ভারতীয় ক্রিকেট দল টেস্ট ক্রিকেট নিয়েই ব্যস্ত। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া তিন ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে আবার শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফি।
ইতিমধ্যে একদিনের ক্রিকেটে ব্যাটিং ক্রমতালিকা প্রকাশ করল আইসিসি। মনে প্রশ্ন জাগতেই পারে যে এই তালিকায় কত নম্বরে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের দুই ব্যাটিং মহারথী - রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আসুন, সেটাই দেখে নেওয়া যাক।
আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। তিনি ৮২২ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে তিনি ৭৬৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।
তৃতীয় স্থানে আরও এক ভারতীয় ব্যাটার। তিনি হলেন শুভমান গিল। শুভমানের ঝুলিতে মোট ৭৬৩ রেটিং পয়েন্ট এসেছে।
তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনি ৭৪৬ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন।
পাঁচ নম্বরে নাম রয়েছে আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টরের। বর্তমানে ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে তিনি ৭৩৭ পয়েন্ট সংগ্রহ করেছেন।