শেষ আপডেট: 17th September 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্যত ইতিহাস কায়েম করেছে ভারতীয় হকি দল। এই নিয়ে পঞ্চমবার তারা এই টুর্নামেন্টের খেতাব জয় করেছে। ফাইনাল ম্যাচে চিনের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত।
ফাইনাল ম্যাচের চতুর্থ কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোল করলেন যুগরাজ সিং। আর সেই সুবাদেই টিম ইন্ডিয়া এই ম্যাচে ১-০ গোলে জয়লাভ করেছে। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে ভারতীয় হকি দল অপরাজিত থেকে জয়লাভ করেছে।
২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত একটাও ম্যাচে পরাস্ত হয়নি। টুর্নামেন্টের লিগ পর্যায়ে টিম ইন্ডিয়া চিনকে ৩-০, জাপানকে ৫-১, মালয়েশিয়াকে ৮-১, দক্ষিণ কোরিয়াকে ৩-১ এবং পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমি ফাইনালে উঠেছিল।
এরপর শেষ চারের লড়াইয়ে ভারতীয় হকি দল দক্ষিণ কোরিয়াকে আবারও ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করেছে। শেষপর্যন্ত ফাইনালে চিনের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করেছে।
এই ফাইনাল ম্য়াচ জিততে না জিততেই ভারতীয় হকি দলের উপরে কার্যত টাকার বৃষ্টি হতে শুরু করেছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হরমনপ্রীত সিং। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ২,০০০ ডলারের চেক। ভারতীয় মুদ্রায় এই টাকার অঙ্ক দাঁড়ায় ১৬ লাখ ৭৫ হাজার ৮৮০ টাকা।
পাশাপাশি হকি ইন্ডিয়ার পক্ষ থেকেও আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া ভারতীয় হকি দলের সাপোর্ট স্টাফদের দেওয়া হবে ১.৫ লাখ টাকা করে।