শেষ আপডেট: 10th November 2024 18:20
দ্য ওয়াল ব্যুরো: শনিবার (৯ নভেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এসসি। এই ম্য়াচটা গোলশূন্য ড্র হয়েছে। কিন্তু, গোটা ম্য়াচে লাল-হলুদ ফুটবলাররা যেভাবে খেললেন, তা অবশ্যই প্রশংসনীয়।
ম্যাচের ২৮ মিনিটে জোড়া লাল কার্ড দেখেছিল ইস্টবেঙ্গল এফসি। বাকি ম্য়াচটা তাদের ৯ ফুটবলার নিয়েই খেলতে হয়েছে। ফলে অস্কার ব্রুজোঁকে দলের ডিফেন্স করতে হয়েছে অনেক বেশি শক্তিশালী। এই পরিস্থিতিতেই নিজের সেরা পারফরম্যান্সটা করে গেলেন হিজাজি মাহের।
শোনা যাচ্ছে, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে হয়ত হিজাজি মাহেরকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল এফসি। কারণ ডিফেন্সে তাঁর পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
এমনকী, শনিবার আয়োজিত মিনি ডার্বির প্রথম ২০ মিনিটও তাঁকে বেশ নড়বড়ে দেখিয়েছিল। একবার তো তিনি হাতে বলই লাগিয়ে ফেললেন। সেকারণে মহমেডান ফ্রি-কিকও পেয়েছিল। যদিও একেবারে সামনে থেকেও তারা এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেনি।
কিন্তু, ম্যাচের দ্বিতীয়ার্ধে হিজাজি যেভাবে আনোয়ারের সঙ্গে জুটি বাঁধলেন, সেই দূর্ভেদ্য প্রাচীর আর ভাঙতে পারেনি ব্ল্যাক প্যান্থার্সরা। ফ্রাঙ্কা কিংবা গোমেজ বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করলেও শেষপর্যন্ত তারা ব্যর্থ হয়েছে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, হিজাজি মাহেরকে ইস্টবেঙ্গল যদি একান্তই ছেড়ে দেয়, তাহলে সেটা কি দলের পক্ষে আদৌ সঠিক সিদ্ধান্ত হবে? কারণ এই ফুটবলারই জর্ডন জাতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য। তাঁকে তো আর মুখ দেখার জন্য জাতীয় দলে সুযোগ দেওয়া হয় না। সেই দলের তারকা ফুটবলার তিনি।
পাশাপাশি শনিবার ইস্টবেঙ্গল ম্য়ানেজমেন্টকেই দেখিয়ে দিলেন যে অবলীলায় তিনি 'ক্রাইসিস ম্য়ান' হয়ে উঠতে পারেন। শেষ পর্যন্ত লাল-হলুদ ব্রিগেড কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।