শেষ আপডেট: 29th May 2023 13:57
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে অক্ষয় কুমারের নাকি পারিশ্রমিক এতই বেশি, যে প্রযোজকরা সেই অঙ্ক শুনে হেঁচকি তোলেন। শাহরুখ খান, সলমন খানরা নাকি পারিশ্রমিক অল্প নিলেও ছবির লভ্যাংশের ভাগ ভালমতোই বুঝে নেন প্রযোজকদের থেকে। এ বিষয়ে এখন পিছিয়ে নেই দক্ষিণী তারকারাও (highest-paid South Indian actors)। তামিল সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth) বা কমল হাসান (Kamal Hasan) বহুদিন ধরেই তাঁদের ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপক অভিনেতাদের তালিকায় উপরের দিকে রয়েছেন। তবে ওঁরা না হয় বহুদিন ধরে ছবির জগতে আছেন। কিন্তু এখন যেভাবে দক্ষিণী ইন্ডাস্ট্রি বাকিদের টেক্কা দিচ্ছে, সেভাবে পাল্লা দিয়ে নিজেদের টাকার অঙ্ক বাড়াচ্ছেন তরুণ অভিনেতারাও (highest-paid South Indian actors)। তামিল হোক বা তেলুগু, সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপকদের তালিকায় সবাই প্রায় ১০০ কোটির উপরে রয়েছেন।
রজনীকান্ত: তামিলনাড়ুতে এখনও তাঁর ছবি মুক্তি পেলে প্রায় কার্ফুর মতো পরিস্থিতি হয় একাধিক শহরে। তিনি তামিল ছবির জগতের ‘থালাইভা’। বছরের পর বছর, দশকের পর দশক তিনি দক্ষিণ ভারতীয় অভিনেতাদের মধ্যে নিজের শীর্ষ স্থান ধরে রেখেছেন। সূত্রের খবর, এই অভিনেতা তাঁর আসন্ন ছবি ‘জেলার’-এর জন্য প্রায় ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। উল্লেখ্য, ‘জেলার’ তাঁর কেরিয়ারের ১৬৯তম ছবি। উল্লেখ্য, ২০০৭ সালে ‘শিবাজি: দ্য বস’ ছবিতে অভিনয় করে ২৬ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন রজনীকান্ত, যা সেসময় তাঁকে এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপক অভিনেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে বসিয়েছিল।
কমল হাসান: গত বছর ‘বিক্রম’ ছবির মাধ্যমে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন অভিনেতা কমল হাসান। বক্স অফিসে দারুণ ফলাফল করেছিল ছবিটি। জানা গিয়েছে, সে ছবির জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। তবে এস শঙ্কর পরিচালিত আসন্ন ছবি ‘ইন্ডিয়ান ২’-এর জন্য তিনি ১৫০ কোটি টাকা নিয়েছেন বলে খবর মিলেছে।
থালাপতি বিজয়: ১৯৯২ সালে ‘নালাইয়া থেরপু’ ছবির মাধ্যমে সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন থালাপতি বিজয়, ওরফে জোসেফ বিজয় চন্দ্রশেখর। সূত্রের খবর, অভিনেতা তাঁর শেষ ছবি ‘ভারিসু’র জন্য ১৫০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। বর্তমানে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’-র শ্যুটিং করছেন তিনি।
প্রভাস: তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা প্রভাস গোটা ভারতে পরিচিতি পেয়েছিলেন ‘বাহুবলি’তে অভিনয় করে। এবার আরও একটি পিরিয়ড ড্রামায় অভিনয় করেছেন তিনি, যা খুব শিগগিরই মুক্তি পাবে বড়পর্দায়। ছবিটি হল ওম রাউতের ‘আদিপুরুষ’। জানা গিয়েছে, এই ছবির জন্য ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন প্রভাস।
আল্লু অর্জুন: ‘পুষ্পা’ ছবির জন্য ৪৫ কোটি টাকা নিয়েছিলেন এই অভিনেতা। সেই ছবি জনপ্রিয়তা পায় গোটা দেশজুড়ে। এখন ‘পুষ্পা ২’-র শ্যুটিং চলছে জোরকদমে। সূত্রের খবর, সে ছবির জন্য অভিনেতা ১২৫ কোটি টাকা দাবি করেছেন। এমনিতে তাঁর ছবি তেলুগু ইন্ডাস্ট্রিতে বাণিজ্য সফল। তবে পারিশ্রমিকের ব্যাপারে অর্জুন যেভাবে লম্বা লাফ দিলেন, তা হয়তো ‘পুষ্পা’র সৌজন্যেই।
রাম চরণ: একসময় বলিউডেও আত্মপ্রকাশ করেছিলেন এই তেলুগু অভিনেতা। কিন্তু সে ছবি বক্স অফিসে চরম ব্যর্থ হয়েছিল। তবে বর্তমানে ‘আরআরআর’-র অভাবনীয় সাফল্যের পর নিজের পারিশ্রমিক ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছেন ছবির অন্যতম মুখ্য অভিনেতা রাম চরণ। সূত্রের খবর, অভিনেতা তার পরবর্তী চলচ্চিত্রের জন্য ১০০ কোটি টাকা নিচ্ছেন। যেখানে ‘আরআরআর’-র আগে তিনি ছবি পিছু পারিশ্রমিক নিতেন ৩০-৪০ কোটি টাকা।