শেষ আপডেট: 6th January 2025 14:46
দ্য ওয়াল ব্যুরো: গত বছর জুলাই মাসে সাতপাকে বাঁধা পড়েন মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল বিয়ের বর্ণালী আসর। ব্যয় হয়েছিল হাজার কোটি টাকারও বেশি। আমন্ত্রিত হন নানা মহলের দুনিয়াজোড়া সেলেব্রিটি।
যেমন জমকালো বিয়ে, তেমনই চোখধাঁধানো সওগাত! নবদম্পতিকে নতুন জীবনের আশীর্বাদ হিসেবে আস্ত একটি ভিলা উপহার দিয়েছেন মুকেশ আম্বানি। তাও যেমন তেমন জায়গায় নয়; খোদ দুবাইয়ের পাম জুমেইরায়। আদতে কৃত্রিম দ্বীপের সমষ্টি এই পাম জুমেইরা।
হিসেব মতে, ভিলার আয়তন ৩ হাজার বর্গফুট। ভেতরে রয়েছে প্রাইভেট বিচ, প্রাইভেট স্পা, ইনডোর, আউটডোর পুল, সাঁলো সবকিছু। স্রেফ শোওয়ার ঘর-ই রয়েছে খান দশেক।
২০২২ সালে প্রায় ৬৪০ কোটি টাকার বিনিময়ে ভিলাটি কিনেন মুকেশ। কয়েক মাস বাদে দুবাইতেই কিনে ফেলেন আরেকটি সম্পত্তি। যার দাম আনুমানিক এক হাজার ৩৫০ কোটি টাকা। পাম জুমেইরার ভিলাটির পূর্বতন মালিক কুয়েতের ধনকুবের মহাম্মদ আলসায়া।
দুবাই ছাড়িয়ে ব্রিটেনের বাকিংহামশায়ারে স্টোক পার্ক কাউন্টি ক্লাবও কিনেছেন মুকেশ আম্বানি। ৪৯টি বেডরুম, ১৩টি টেনিস লন আর বিশালাকার গল্ফ কোর্সে সাজানো সেই বাড়ি। ৫৯২ কোটি টাকা অর্থমূল্যে কিনেছিলেন তিনি। মার্কিন মুলুকেও রয়েছে আম্বানির বসত। ২০০০ কোটি টাকা অর্থমূল্যের জমকালো সেই সম্পত্তির নাম ‘ওরিয়েন্টাল হোটেল’।
বাবার ছায়ায় ব্যবসায় হাত পাকিয়েছেন অনন্ত আম্বানিও। রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি থেকে পড়াশোনার পাট চুকিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এনার্জি বিজনেসে যোগ দেন তিনি। বর্তমানে অনন্ত জিও প্লাটফর্মের শীর্ষ কর্তার পদে রয়েছেন।