শেষ আপডেট: 16th October 2024 15:39
ধর্মেন্দ্রকে পেতে 'না' বলেছেন জিতেন্দ্র-রাজ কুমারকেও, জন্মদিনে হেমা মালিনীর অজানা কথা
দ্য ওয়াল ব্যুরো: ৭৫-এ পা রাখলেন হেমা মালিনী। 'ড্রিম গার্ল' হেমা মালিনী বরাবরই দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন। শোলে থেকে শুরু করে সীতা অউর গীতা, বাগওয়ান, ড্রিম গার্ল, হেমার অভিনীত ছবির সংখ্যা প্রচুর৷ ইন্ডাস্ট্রিতেও হেমার কাজের প্রতি ভালবাসার কথা সবাই জানেন।
ধর্মেন্দ্রর সঙ্গে সম্পর্ক নিয়ে বরাবরই বিতর্কে জড়িয়েছেন হেমা মালিনী। একাধিকবার তাকে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল। কখনও শুনতে হয় তিনি ধর্মেন্দ্রর সংসার ভেঙেছেন। কখনও আবার শুনতে হয় তার জন্য রীতিমতো হেনস্তা হয়েছিল ছোটবেলায় সানি দেওয়াল ববি দেওয়াল।
হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর প্রেমের গল্প বলিপাড়ায় চর্চিত। চার সন্তানের বাবা ধর্মেন্দ্র প্রথম বিয়ের পরে প্রেমে পড়েন। তারপরে হেমা মালিনীকে বিয়ে করার সিদ্ধান্তও নেন। সেই সময় হেমাও চেয়েছিলেন বলিউডের প্রথম অ্যাকশন হিরোর স্ত্রী হতে।
সম্পর্কে যে কোনও বাধা আসেনি, তা একেবারেই নয়। একদিকে দুই পরিবারের বিরোধিতা, অন্যদিকে তাঁদের সমবয়সীদের দিয়েও কার্যত এক ঘরে হয়ে গিয়েছিলেন। তবে ধর্মেন্দ্রর সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে, তাকে আরও বেশ কয়েকজন অভিনেতা প্রেম নিবেদন করেছিলেন। তাদের কিছুটা মুখের উপরই না বলে দিয়েছিলেন 'ড্রিম গার্ল'।
বলিউড সূত্রে খবর, জিতেন্দ্র, সঞ্জীব কুমার এবং রাজ কুমার ছিলেন সেই তালিকায়। তাঁরা প্রত্যেকেই পছন্দ করতেন হেমা মালিনীকে। তবে ধর্মেন্দ্র যেভাবে মন জয় করেছিলেন, তা কেউই পারেননি। ফলে তাঁদের সঙ্গে সম্পর্কে যেতে চাননি হেমা।
হেমা এবং ধর্মেন্দ্র প্রথম দেখা হয়েছিল ১৯৭০ সালের চলচ্চিত্র 'তু হাসিন ম্যায় জওয়ান'-এর সেটে। সেই সময় একটি সাক্ষাৎকারে হেমা জানিয়েছিলেন, 'তিনি ধর্মেন্দ্রর মতো কাউকে বিয়ে করতে চান।' তারপরেই তাঁদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসতে থাকে। তারপরে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। হেমা ও ধর্মেন্দ্রর দুই মেয়ে, এশা দেওল ও অহনা দেওল। তাঁরা একে অপরের সঙ্গে ৪৪ বছরেরও বেশি সময় ধরে রয়েছেন।