শেষ আপডেট: 16th February 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষা চলছে বিভিন্ন বোর্ডের। তারপরই লম্বা ছুটি। শেষ হচ্ছে অর্থবর্ষও। ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ অনেক হল। এবার ঘুরে আসতে পারেন দেশের পশ্চিম দিক থেকে। যেতে পারেন রাজস্থান। মার্চ-এপ্রিলে হালকা গরম হবে কিন্তু রাতের দিকে মনোরম আবহাওয়া উপভোগ করতে পারবেন।
সারা বছর পর্যটকদের আনাগোনা থাকে রাজস্থানে। শুধু দেশের নয়, বিদেশি পর্যটকরাও সেখানকার ঐতিহ্য, সংস্কৃতি এবং ছোট ছোট গ্রামগুলোর প্রেমে পড়ে যান। প্রতিটি গ্রাম যেন এক একটি জীবন্ত চিত্রকলা, যেখানে রাজস্থানের গৌরবময় ইতিহাসের ছাপ স্পষ্ট। রাজস্থানে নামকরা জায়গাগুলি তো ঘুরবেনই। সঙ্গে এই গ্রামগুলো থেকে ঘুরে আসার সুযোগও হাতছাড়া করবেন না। কোন কোন গ্রামে যাবেন? রইল তালিকা।
বিজয়পুর
রাজস্থানের অন্যতম সুন্দর গ্রাম চিত্তড়গড়ের বিজয়পুর। অফবিট রাজস্থানে গেলে এই জায়গায় যেতেই হবে। প্রকৃতি ও ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। এর নয়নাভিরাম সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
চান্দেলাও
যোধপুরের এই ছোট্ট গ্রাম চান্দেলাও যেন রাজস্থানের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। প্রায় দুই হাজার মানুষের বসবাস এই গ্রামে, যেখানে এখনও ধরে রাখা হয়েছে পুরনো রাজস্থানী জীবনযাত্রা ও শিল্প-সংস্কৃতি।
রনকপুর
পালির রনকপুর গ্রাম পর্যটকদের খুবই পছন্দের জায়গা। এখানকার জৈন মন্দির গ্রামের প্রধান আকর্ষণ। তবে সবচেয়ে বিখ্যাত হল চৌমুখ মন্দির, যা স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন।
মান্ডাওয়া
রাজস্থানের শেখাবতী অঞ্চলের মান্ডওয়া ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ। এই গ্রামে গেলে প্রকৃতির মাঝে ময়ূরের নৃত্য উপভোগ করার দুর্লভ সুযোগ মিলবে।
খুরি
রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে চাইলে জয়সালমের খুরি গ্রাম হতে পারে আদর্শ গন্তব্য। এখানে প্রতি বছর উট দৌড়ের মতো উৎসব হয়। যা আপনার অভিজ্ঞতাকে আরও সুন্দর করবে।
বিষ্ণোই গ্রাম
যোধপুরের বিষ্ণোই গ্রাম অপূর্ব। ভারতের ঐতিহ্যবাহী ব্লক প্রিন্টের জন্য এটি বিখ্যাত। যারা রাজস্থানের হস্তশিল্প ও বস্ত্রশিল্প ভালবাসেন, চাক্ষুস করতে চান। তাঁদের জন্য আদর্শ ঘোরার জায়গা এটি।
গ্রামগুলো তো জেনে নিলেন। ঘুরতে যেতে চাইলে এখনই প্ল্যান করে টিকিট ও হোটেল দেখে নিতে পারেন। যেহেতু মার্চে অনেকেরই পরীক্ষা শেষ হচ্ছে তাই ট্রেন বা ফ্লাইটের টিকিট পেতে সমস্যা হতে পারে।