শেষ আপডেট: 7th April 2022 10:03
দ্য ওয়াল ব্যুরো: স্লিম অ্যান্ড ট্রিম, বুদ্ধিদীপ্ত হারনাজকে (Harnaaz Sandhu) অনেকেই ভুলতে পারেননি এখনও। হারনাজ কৌর সান্ধু। ডিসেম্বরে মিস ইউনিভার্স খেতাব পান পাঞ্জাবের এই তন্বী। কিন্তু সম্প্রতি তাঁকে দেখে অনেকেই চিনতে পারছেন না। এত ওজন কী করে বেড়ে গেল মিস ইউনিভার্সের! কোথায় তাঁর সেই কাটা-কাটা চোখমুখ, ছিপছিপে গড়নের হাত পা! কোথায় বা সেই নিখুঁত মেদহীন কোমর! মাত্র চার মাসে হলটা কী!
ডিসেম্বর মাসে ইজরায়েলে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন ভারতীয় তরুণী হারনাজ কৌর সান্ধু। সারা বিশ্বের ৭৯ জন তাবড় সুন্দরীকে হারিয়ে মিস ইউনিভার্স খেতাব পান তিনি।
এই গৌরব শেষ এনেছিলেন সুস্মিতা সেন, লারা দত্তরা। তার ২১ বছর পর ২০২১ সালে বিশ্বের দরবারে সৌন্দর্যের মঞ্চে ঝলমল করে ওঠে ভারতের মুখ, ২১ বছরের হারনাজের জয়ের হাত ধরে।
স্লিম অ্যান্ড ট্রিম, বুদ্ধিদীপ্ত হারনাজকে অনেকেই ভুলতে পারেননি এখনও। কিন্তু সম্প্রতি তাঁকে দেখে অনেকেই চিনতে পারছেন না। এত ওজন কী করে বেড়ে গেল মিস ইউনিভার্সের!
কোথায় তাঁর সেই কাটা-কাটা চোখমুখ, ছিপছিপে গড়নের হাত পা! কোথায় বা সেই নিখুঁত মেদহীন কোমর! মাত্র চার মাসে হলটা কী!
সিলিয়াক অসুখেই এমন অবস্থা তাঁর। বিরল এই রোগে হারনাজের চেহারায় আমূল বদল ঘটেছে। মুখ ও শরীর ফুলে পাল্টে গিয়েছে চেহারার আদলই।
এটা একটা ডাইজেস্টিভ ডিসঅর্ডার। গ্লুটেন জাতীয় কোনও খাবারে অস্বাভাবিক ভাবে প্রতিক্রিয়া ঘটে শরীরে। হারনাজ তাঁর এই গ্লুটেন অ্যালার্জির কারণে বহু সমস্যায় পড়েছেন আগেও।
এই রোগের কারণে তিনি আটা, ময়দা, গমের তৈরি নানা জিনিস খেতে পারেন না। এছাড়াও এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শরীরে পার্থক্য দেখা যায়।
সিলিয়াক হলে শরীরে ফোলা ভাব ছাড়াও ক্লান্তি, রক্তাল্পতা, বমি, মাথাব্যথা, জয়েন্টে ব্যথা-- এই ধরনের সমস্যা দেখা যায়। এই রোগের একমাত্র চিকিৎসা হল খাবার তালিকা থেকে সম্পূর্ণ রূপে গ্লুটেন বাদ দেওয়া।
হারনাজকে শুধুই এক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়িনী হিসেবে জানলে কিন্তু ভুল হবে। মাত্র ২১ বছরে দারুণ রঙিন এবং সফল কেরিয়ার তাঁর। নাচ থেকে মডেলিং, সাঁতার থেকে ঘোড়ায় চড়া, কী করেন না তিনি!
একইসঙ্গে ডানপিটে এবং সুন্দরের এক অসামান্য মেলবন্ধন, আত্মবিশ্বাসে ভরপুর হারনাজ। সেই জোরেই তিনি ফাইনালের মঞ্চে বিশ্বের সামনে বলে এসেছেন, 'তোমার জীবনে তুমিই লিডার। আমি নিজেকে বিশ্বাস করি, তাই আমি আজ এখানে।'