শেষ আপডেট: 30th October 2024 15:51
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার হেড কোচ তথা প্রাক্তন ব্যাটার গৌতম গম্ভীর মাঠে যতটা অ্যাগ্রেসিভ, ব্যক্তিগত জীবনে তিনি ততটাই 'কুল' থাকতে ভালবাসেন। গম্ভীরকে নিয়ে একাধিক রেকর্ড এবং ব্যক্তিগত জীবনের গল্প আপনারা হয়ত শুনে থাকবেন। কিন্তু, তাঁর 'প্রেম কাহিনী' হয়ত আপনাদের অনেকের কাছেই অজানা রয়েছে। আসুন, আজ সেই বিষয়েই আলোচনা করা যাক।
২০১১ সালে আয়োজিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন গৌতম গম্ভীর। মাঠে তাঁর রণংদেহি মূর্তি দেখা গেলেও, বাবার বন্ধুর মেয়েকে তিনি হৃদয় উজাড় করে দিয়েছিলেন। প্রথমে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। তারপর ধীরে ধীরে গৌতম এবং নাতাশার মধ্যে ভালবাসার পারদ চড়তে থাকে। সোমবার (২৮ অক্টোবর) তাঁদের বিয়ে ১৩ বছরে পা রাখল। যদিও গম্ভীরের কাছে জাতীয় কর্তব্যই সবার আগে ছিল। সেকারণে বিয়ের আগে তিনি নাতাশাকে একটি বিশেষ শর্ত দিয়েছিলেন।
২০০৭ সালে নাতাশাকে প্রথমবার দেখেছিলেন গৌতম। একটি পার্টিতে গিয়ে তাঁদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। এরপর যত দিন এগোতে থাকে, ততই তাঁদের বন্ধুত্বের গভীরতাও বাড়তে থাকে। বন্ধুত্বের পর তাঁরা একে অপরের সঙ্গে দেখা করতেও শুরু করেন। অবশেষে খুলে যেতে থাকে ভালবাসার কঠিন দরজা।
ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে বিভিন্ন দেশে গম্ভীরকে ট্যুর করতে হলেও, নাতাশাকে তিনি পর্যাপ্ত সময় দিয়েছিলেন। তাঁদের মধ্যে যথেষ্ট কথাবার্তা হত। প্রসঙ্গত, নাতাশা আসলে গৌতমের বাবার বন্ধুর মেয়ে ছিলেন। সেকারণে দুই পরিবারের মধ্যেও যথেষ্ট ভাল সম্পর্ক ছিল।
বেশ কয়েকবছর তাঁরা একে অপরকে ডেট করেন। এরপর গৌতম এবং নাতাশা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে বিয়ের আগে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ব্যাটার নাতাশার সামনে একটি বিশেষ শর্ত রেখেছিলেন। গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ২০১১ বিশ্বকাপের পরই তিনি বিয়ে করতে পারবেন।
টিম ইন্ডিয়ার এই প্রাক্তন বাঁহাতি ব্যাটার সেইসময় নিজের যাবতীয় ফোকাস বিশ্বকাপের উপরেই রাখতে চেয়েছিলেন। দেশের জন্য বড় কিছু একটা করার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলেন। গম্ভীরের এই শর্ত হাসতে হাসতে মেনে নিয়েছিলেন নাতাশা। অবশেষে টিম ইন্ডিয়া বিশ্বকাপ জয় করে। অবশেষে ওই বছরই ২৮ অক্টোবর তাঁরা বিয়ে করেন।