শেষ আপডেট: 15th January 2025 15:50
রেকর্ড ভিড়ের দাবি করা হয়েছে এবারের গঙ্গাসাগরে। ভক্তদের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে অনুমান করাই যায় যে, রেকর্ড হবেই। সোমবার বিকেল পর্যন্ত গঙ্গাসাগরে পুণ্যার্থীর সংখ্যা প্রায় ৫৫ লক্ষ ছাড়িয়েছিল। মঙ্গলবার, অর্থাৎ আজ মকর সংক্রান্তি। এদিন পুণ্য স্নানের সময় সকাল ৬টা বেজে ৫৮ মিনিটে। তাই আজকের ভিড় আরও নজরকাড়া। সংখ্যাটা জানা যাবে বিকেলের পর। ছবিতে ছবিতে আপনিও ঘুরে ফেলুন সাগর তট।
সকাল থেকেই জমজমাট গঙ্গাসাগর। ভোরের আলো ফুটতে না ফুটতেই পুণ্যস্নানে পুণ্যার্থীরা। ছবি- শ্রেয়া দাশগুপ্ত
ভিনরাজ্যে থেকে এসেছেন প্রচুর ভক্ত। দূর-দূরান্ত থেকে এসেছেন সাধুরাও। দলে দলে জড়ো হয়েছেন সাগর তটে। ছবি - শ্রেয়া দাশগুপ্ত
গঙ্গাসাগর যেন ছোট্ট আর একটা ভারত। বহু ভাষাভাষি মানুষের সহাবস্থান। প্রচণ্ড ঠান্ডার মধ্য়েও সাগর দ্বীপে ঢল নেমেছে। ছবি - সৌম্যদীপ সেন
'কিশোরীর ঘুঙুর রহিবে...' গঙ্গাসাগরের ছবি যেন জীবনানন্দের কবিতা। বড়দের সঙ্গে ছোটদেরও উন্মাদনা চোখে পড়ার মতো। ছবি - সৌম্যদীপ সেন
সরকারি তরফে নানা ব্যবস্থা করা হয়েছে। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা দলে দলে ভিড় করেছেন। সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। ছবি - সৌম্যদীপ সেন
মকর সংক্রান্তিতে, স্নান ও দানের সময় সকাল ৯.০৩ টা থেকে সন্ধ্যা ৫.৪৬ টা পর্যন্ত। ৮ ঘন্টা ৪২ মিনিট পর্যন্ত থাকবে। ছবি - সৌম্যদীপ সেন
গঙ্গাসাগর মেলা নিয়ে প্রশাসনের তরফে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে ইতিমধ্যেই। ভিড় সামাল দিতে তৎপর পুলিশ-প্রশাসনও। ছবি - সৌম্যদীপ সেন
পুণ্যার্থীদের সুরক্ষার্থে ১৩ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। ৪৪টি ওয়াচ টাওয়ার, ১৮টি অ্যান্টিক্রাইম পেট্রোলিং টিম-সহ একাধিক ব্যবস্থা। ছবি - সৌম্যদীপ সেন
রেকর্ড ভিড়ের দাবি করা হয়েছে এবারের গঙ্গাসাগরে। ভক্তদের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে অনুমান করাই যায় যে, রেকর্ড হবেই। ছবি - সৌম্যদীপ সেন
মুহূর্তবন্দি! তীর্থে এসে নিজেদের মুহূর্ত ধরে রাখছেন পুণ্যার্থীরা। এই জুটিও ব্যাতিক্রম নন। ছবি - সৌম্যদীপ সেন