শেষ আপডেট: 2nd September 2024 15:54
দ্য ওয়াল ব্যুরো: কাজে বাধা-বিপত্তি কাটাতে ও সিদ্ধিলাভের আশায় আরাধনা করা হয় গণেশের। যে কোনও শুভ কাজ শুরুর আগে, বিশেষ করে ব্যবসা শুরুর আগে গণেশ পুজো করা হয়। দেশের অন্যতম বড় পুজো ও ফেস্টিভ্যাল গণেশ চতুর্থী এবার পড়েছে ৭ তারিখ, শনিবার। জেনে নেওয়া যাক ঠিক কোন সময়ে পুজো করলে মিলবে আশীর্বাদ।
দেবাদিদেব মহাদেব ও দেবী গৌরীর পুত্র গণেশ। জন্মের সময় শনিদেবের অভিশাপে কাটা পড়ে মাথা। ভগবান বিষ্ণুর চেষ্টায় হাতির মাথা গণেশের মাথায় বসিয়ে পুনর্জীবন দেওয়া হয়। সকল দেবতাদের আশীর্বাদে গণেশ সিদ্ধি ও সফলতা লাভের দেবতা হিসেবে জায়গা করে নেন। তাই গণেশ চতুর্থীতে শ্রী সিদ্ধিদাতা গণেশের আরাধনা করলে আপনার ধন-সম্পত্তিও বাড়তে পারে।
মুম্বই, হায়দরাবাদ, দিল্লি, বেঙ্গালুরু, গুজরাত-সহ দেশের প্রায় সব রাজ্যেই সিদ্ধি বিনায়কের পুজো করা হয় মহা ধুমধামে। প্রায় ১০ দিন ধরে চলে এই উৎসব।
চোখ ধাঁধানো পুজো হয় বলিউড সেলেবদের বাড়িতেও। ভাইজান থেকে কিং খান, শিল্পা শেট্টি থেকে সুনীল শেট্টি সবাই মেতে ওঠেন সিদ্ধিদাতার আরাধনায়।
স্কন্দপুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি হল গণেশের জন্মতিথি। এবছর এই তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর, ২১ ভাদ্র অর্থাৎ শুক্রবার দুপুর ৩টে ০৩ মিনিটে। শেষ হচ্ছে ৭ সেপ্টেম্বর, ২২ ভাদ্র শনিবার বিকেল ৫টা ৩৮ মিনিটে।
কথিত আছে, পুজোর মূল সময় হল মধ্যাহ্ন। এই সময় স্বচ্ছ মন ও পরিষ্কার মনকামনা নিয়ে পুজো করলে আপনার থেকে মুখ ফেরাবেন না শ্রী সিদ্ধি বিনায়ক।