শেষ আপডেট: 11th November 2024 19:22
দ্য ওয়াল ব্যুরো: পর্যটন ক্ষেত্রে নয়া দিশা দেখাল কেরল। সোমবার প্রথমবারের মতো কোচিতে অবতরণ করল সি-প্লেন। এদিন সকালে বলগাট্টি ওয়াটারড্রোমে সেটির অবতরণ করা হয়েছে। বিশেষ বিমানটির উদ্বোধন করেন কেরলের পর্যটন মন্ত্রী পিএম মোহাম্মদ রিয়াস।
সি-প্লেনটি যেমন আকাশে উড়তে পারে, তেমনই জলে ভাসতে পারে। সে কারণে একে ফ্লাইং বোটও বলা হয়। এটির দুটি ফ্লোটার রয়েছে যা এটিকে জলে ভাসতে সাহায্য করে।
সূত্রের খবর আগামী বছর থেকেই ভারতের একাধিক জায়গায় ১৭ আসন বিশিষ্ট সি-প্লেন চালানোর পরিকল্পনা রয়েছে বিমান সংস্থা স্পাইসজেটের।
এয়ারলাইন্স সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৫ সালে লাক্ষাদ্বীপ, হায়দরাবাদ, গুয়াহাটি এবং শিলং সহ দেশের ২০টিরও বেশি রুটে সি-প্লেন পরিষেবা মিলবে। ডি হ্যাভিল্যান্ড নামে বিদেশি সংস্থা এই সামুদ্রিক বিমান তৈরি করেছে বলে খবর। সংস্থার লক্ষ্য আগামীদিনে ভারতের প্রত্যন্ত অঞ্চলে সামুদ্রিক প্লেনের সুবিধা পৌঁছে দেওয়া।
সি-প্লেন এয়ারক্র্যাফ্টে পাইলট ও ক্রুদের পাশাপাশি যেতে পারবেন যাত্রীরা। তবে শুধু যাত্রী পরিবহণ নয়, ভিআইপিদে চলাচল, চিকিৎসা পরিষেবা-সহ অন্যান্য জরুরি কাজে এটি ব্যবহার করা যেতে পারে। এর সবচেয়ে বড় বিষয় হল এটি চলাচলের জন্য বড় রানওয়ের দরকার পড়ে না।
কেরল সরকারের তরফে জানানো হয়েছে, আপাতত খুব কম খরচেই যাত্রীরা এই পরিষেবা উপভোগ করতে পারবেন। মূলত পর্যটন ব্যবস্থা আরও জোরদার করতে এমন পদক্ষেপ নিয়েছে কেরল সরকার। ইতিমধ্যে কোভালাম, কুমারাকম, বানাসুর সাগর এবং মাট্টুপেট্টি জলাধারগুলিতে সি-প্লেন চালু হচ্ছে বলে খবর।