শেষ আপডেট: 13th November 2023 14:38
দ্য ওয়াল ব্যুরো: আলোর উৎসব মানেই কী শুধুই দীপাবলি? না, পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে তাঁরা নিজেদের মতো করে আলোর উৎসব উৎযাপন করেন। যদিও দীপাবলি বা দিওয়ালি মোটামোটি ভারতের নানা জায়গায় আনন্দের সঙ্গে উৎযাপন করা হয়। তবে দীপাবলিই বিশ্বের একমাত্র আলোর উৎসব নয়।
চলুন দেখে নেওয়া যাক সারা বিশ্বের জনপ্রিয় কিছু আলোর উৎসব।
আমোরি নেবুটা মাতসুরি, জাপান - জাপানের আমোরিতে পালিত হয় এই আলোর উৎসব। প্রত্যেক বছর অগস্ট মাসে উদযাপন করা হয় আমোরি নেবুটা মাতসুরি। চারদিনব্যাপী এই উৎসবের জন্য বহু পর্যটক ভিড় করেন জাপানে।
এই উৎসবের মূল আকর্ষণ হল বিশালাকার ভাসমান লণ্ঠন সঙ্গে নাচ, গান আর ড্রাম বাজানো। এমনকী গ্যাস লণ্ঠন (ফ্লোটিং ল্যাটার্ন) নিয়ে প্যারেডও বের হয় জাপানের রাস্তায়। এই চারদিনের উৎসবের জন্য প্রস্তুতি চলে সারা বছর।
লোই ক্রাথং, থাইল্যান্ড - সারা থাইল্যান্ড জুড়ে পালিত হয় এই উৎসব। জানা গেছে, লোই ক্রাথং উৎসব এই বছর ২৮ নভেম্বর উদযাপন করা হবে।
এই আলোর উৎসবেও নদীর তীর বরাবর একসঙ্গে একশো'টারও বেশি গ্যাস লণ্ঠন আকাশে ছাড়া হয়। সমস্ত থাউল্যান্ডবাসী একসঙ্গে নদীর তীর হোক বা লেকের ধারে জড়ো হয়ে এই আলো ঝলমলে উৎসবে সামিল হন।
ফেস্টিভ্যাল অফ লাইটস, লিয়ন - ফ্রান্সের লিয়নেও পালিত হয় তাঁদের নিজস্ব আলোর উৎসব। প্রত্যেক বছর ডিসেম্বর মাসের ৮ তারিখ উৎযাপন করা হয় এই উৎসব।
চারদিনব্যাপী এই উৎসবে লিয়নের প্রত্যেকটা পরিবার মোমবাতি জ্বালিয়ে তাঁদের বাড়ির সামনের দিকটি সাজিয়ে তোলেন। এইসময় গোটা লিয়ন যেন সেজে উঠে বিভিন্ন আলো এবং রঙে।
ফেস্টিভ্যাল অফ লাইটস, বার্লিন - বার্লিনের আলোর উৎসবের কথা জানেন না এমন লোক খুব কমই আছেন। প্রত্যেক বছর অক্টোবর মাসে পালন করা হয় এই আলোর উৎসব। এইসময় বার্লিনের প্রত্যেকটা বাড়ি, জনপ্রিয় স্মৃতিসৌধ, বিখ্যাত রাস্তা, ল্যান্ডমার্ক এবং স্কোয়ারগুলো সেজে ওঠে নানারকম আলোতে।
সারা শহর যেন আলোতে মুড়ে থাকে। এই উৎসবের আরও এক আকর্ষণীয় দিক হল যে জায়গা এবং স্মৃতিসৌধগুলো আলো দিয়ে সাজানো হয় সেখানে চলে নানারকম ভিডিও প্রজেকশন।
লণ্ঠন উৎসব, চিন - চিনেরও কিন্তু নিজস্ব আলোর উৎসব রয়েছে যাকে বলা হয় লণ্ঠন উৎসব (ল্যান্টার্ন ফেস্টিভ্যাল)।
চিনের ক্যালেন্ডারের প্রথম মাসের পূর্ণিমার দিন এই উৎসবের শুরু হয়। এই উৎসবকে অনেকেই শাংগুয়ান ফেস্টিভ্যাল বলেও চেনে।
উইন্টার ইলুমিনেশন, জাপান - অক্টোবর মাস থেকে শুরু করে ক্রিসমাস পর্যন্ত জাপানের বিভিন্ন রাস্তায় হঠাৎই দেখতে পাবেন বিভিন্ন আলোর ছটা। কোনও জায়গায় আলোয় সেজে উঠেছে গোটা একটা পাড়া আবার কোনও এক জায়গায় বিশাল গাছ জুড়ে নানা আলোর চকমকি।
সে এক অপূর্ব দৃশ্য। এই আলোর উৎসবকে বলা হয় উইন্টার ইলুমিনেশন। টোকিও মিডটাউন, মারুনউচি, সাগামিকো, আশিকাগা, নাগোয়ার মতো জায়গাগুলো খুবই জনপ্রিয় এই উৎসবের জন্য।