শেষ আপডেট: 4th September 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয়রা ভ্রমণপিপাসু। এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। সমীক্ষা বলছে, ভারতীয়দের এই ঘুরতে যাওয়ার ব্যাপারটা আরও বেড়েছে কোভিডের পর থেকে। শুধু দেশেই নয়, এখন বিদেশে যাওয়ার প্রবণতাও ভারতীয়দের মধ্যে বেড়েছে। আরবিআইয়ের তথ্য বলছে, শেষ অর্থনৈতিক বর্ষে ১২ হাজার ৫০০ কোটি টাকা ভারতীয়রা খরচ করেছে শুধু বিদেশে ঘুরতে গিয়ে। কিন্তু বিদেশ বলতে ঠিক কোথায় ঘুরতে যাচ্ছে দেশবাসী? দেখুন..
একটি ট্রাভেল সংস্থার তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জুন, ২৩ থেকে মে, ২৪ এর মধ্যে বিদেশের মোট ১০ টি জায়গায় ভারতীয়রা বেশি গিয়েছে এবং সার্চও করেছে। অবাক হতে হয় শুনলে, এর মধ্যে নেই ইউএস বা ইউকে।
এই তালিকায় তাহলে রয়েছে কে? তথ্য বলছে, কাজ়াখাস্তান, আজারবাইজান ও ভুটান প্রথম ৩ -এ রয়েছে। সার্চের নিরিখে সম্প্রতি কাজ়াখাস্তান ও আজারবাইজান জনপ্রিয়তা বেড়েছে যথাক্রমে ৪৯১ ও ৪০৪ শতাংশ।
ভারতীয়দের মধ্যে কী করে এত জনপ্রিয় হল কাজ়াখাস্তান? সেখানকার ট্যুরিজম কমিটির চেয়ারম্যান বলছেন, ২০২২ এ ভারতীয়দের জন্য ১৪ দিনের ফ্রি ভিসার যে ব্যবস্থা হয়েছে, তার ফলে ভারতীয়দের এখানে আসা বেড়েছে।
২০২৩-এ ২৮,৩০০ জন ভারতীয় কাজ়াখাস্তান ভ্রমণে গিয়েছে।
দিল্লি থেকে যেতে সময় লাগে মাত্র ৩ ঘণ্টা। ইন্ডিগো বা এয়ার আস্থানার কোনও ফ্লাইটে রাজধানী থেকে উঠলেই পৌঁছানো যাবে কাজ়াখাস্তানের সবচেয়ে বড় শহর আলমাটিতে।
পৌঁছে ঘুরে দেখা যাতে পারে আলমাটি, ক্যারিন ক্যানিয়ন, তুরকেস্তান, লেক কেইন্ডি ইত্যাদি। তুরকেস্তান এর মধ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
কাশ্মীর বা কেরালার খরচাতেই ঘুরে আসা যাবে আজারবাইজান। যাতায়াতের খরচাও বিদেশে যাওয়ার মতো বিরাট নয়। আগে থেকে টিকিট কাটলে মাত্র ১৫ হাজারেই ফ্লাইটে করে যাতায়াত সেরে ফেলা যাবে।
সেখানকার ট্যুরিজম বোর্ডের তথ্য বলছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, ১,৪০,০০০ জন ভারতীয় পর্যটক আজারবাইজান ঘুরতে গেছেন। গত বছরের থেকে একবছর ২.৭ গুন বেড়েছে এই সংখ্যাটা।
দিল্লি থেকে মাত্র ৪ ঘণ্টায় সোজাসুজি পৌঁছে যাওয়া যাবে বাকু। যাদের কাছে ইউরোপীয় দেশে ঘুরতে যাওয়া স্বপ্ন, তাদের কাছে এই দেশ ঘুরতে যাওয়ার জন্য সেরা।
ইউরোপীয় দেশের মতো ভিসার সমস্যাও নেই। আজারবাইজানের ভিসা খুব সহজেই পাওয়া যেতে পারে। বাকুতে পৌঁছে ঘুরে দেখা যেতে পারে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইচেরিশেহের। এখানকার ভাষ্কর্য দেখার মতো।
বাকুতে ১৫০০ টাকা প্রতি রাত খরচায় হোটেল পাওয়া যেতে পারে। ঘুরে দেখা যেতে পারে, গবুস্তান ন্যাশনাল পার্ক, পাহাড়ে ঘেরা শেকী, কুবা, অসম্ভব সুন্দর গাবালা। লেক, ঝর্না ও জঙ্গল থাকার ফলে এই জায়গার অদ্ভুত এক মাদকতা রয়েছে।
পরবর্তী তালিকায় রয়েছে ভুটান, হংকং, শ্রীলঙ্কা ও জাপান।