শেষ আপডেট: 28th July 2024 19:27
দ্য ওয়াল ব্যুরো: প্রথম স্ত্রী মীনাক্ষীর সঙ্গে বিচ্ছেদের পরে গত বছর মার্চ মাসে ফের বিয়ে করেছিলেন গায়ক দুর্নিবার সাহা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেনকে বিয়ে করেন তিনি। এর পরে চলতি বছরের ফেব্রুয়ারিতেই কোলে এসেছে সন্তান। অবশেষে ছেলের ৬ মাস হওয়ার পরে ছবি প্রকাশ করলেন গায়ক।
গত বছর অক্টোবরে মোহর-দুর্নিবার জানিয়েছিলেন সুখবর। তবে সন্তানের জন্মের পরে কোনও পোস্ট বা ছবি ছিল না এতদিন। শেষে সামনে এল তা। জানা গেল ছেলের নামও, ধিয়ান।
ধুতি-পাঞ্জাবি পরে ছোট্ট ধিয়ান বাবা-মায়ের মাঝখানে। ছেলেকে চুমু খাচ্ছেন দুর্নিবার ও মোহর।
ছেলেকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দুর্নিবার লেখেন, “তুই শুধু ভালটাই খুঁজিস। মিথ্যে তো বড়ই সহজ, তুই শুধু সত্যিটাই বলিস। তুই শুধু ‘তুই’ হয়ে বেড়ে ওঠ। আমাদের ধিয়ান।”
মোহর যে অন্তঃসত্ত্বা, তা প্রথম বোঝা গিয়েছিল গত ৩০ সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের পার্টিতে। বৃষ্টিভেজা সেই রাতে খুব সাবধানে চলাফেরা করছিলেন ‘বুম্বাদা’র আপ্তসহায়ক ঐন্দ্রিলা।
এর পরে পুজোর সময়ে মা-বাবা হতে চলার সুখবরটা কাছের মানুষদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন মোহর-দুর্নিবার। শেষে সামনে এল সন্তানের ছবিও।