শেষ আপডেট: 19th September 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের ৮ সেপ্টেম্বর সদ্য মা-বাবা হয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। মা হওয়ার পর নিজের জীবন পুরোপুরি পাল্টে ফেলেছেন অভিনেত্রী। সংসারে নতুন সদস্য আসায় আনন্দে বদলে নিয়েছেন নিজের ইনস্টা বায়ো। আগেরটা সরিয়ে লিখেছেন লিখেছেন, 'ফিড, বার্প, স্লিপ, রিপিট।' এবার ঠিকানাতেও বদল আনলেন অভিনেত্রী।
হঠাৎই পুরনো বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি। সূত্রের খবর, সাগর রেশম আবাসনের ১৫ তলায় তিনি নতুন ফ্ল্যাট কিনেছেন। যাঁর দাম ১৭.৮ কোটি টাকা।
নতুন সদস্যকে রাখতেই কিনলেন এই আলিশান ফ্ল্যাট। সূত্রের খবর, ফ্ল্যাটের আয়তন ১৮৪৫ বর্গফুট। অভিনেত্রীর সংস্থা, আরএস ফিল্মক্রাফ্ট, ৫ সেপ্টেম্বর মাসে ৮.২ লক্ষ টাকা ভাড়ায় সম্পত্তির জন্য একটি লিজ স্বাক্ষর করেছে।
তাঁদের এই নতুন প্রপার্টি অভিনেতার মা অঞ্জু ভবানীর বাড়ির খুব কাছেই রয়েছে। তবে কি ঠাকুমার খুব কাছে রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হল? কিছুদিন আগেই জানা গিয়েছিল, বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে একটি চারতলা অ্যাপার্টমেন্ট কিনেছেন দীপবীর। শাহরুখের বাংলো মন্নতের কাছেই সেই অ্যাপার্টমেন্ট।
কোয়াড্রাপ্লেক্স এই অ্যাপার্টমেন্টটি ১১ হাজার ২৬৬ স্কোয়ার ফিটের। সেই সঙ্গে রয়েছে ১৩০০ স্কোয়ার ফিটের ছাদ। সূত্রের খবর, বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের এই অ্যাপার্টমেন্টের ১৬ থেকে ১৯ তলা নিজেদের নামে বুক করেছেন রণবীর-দীপিকা। এই নতুন অ্যাপার্টমেন্টের দাম ১০০ কোটি।
বর্তমানে দীপিকা ছুটিতে আছেন। খবর সূত্রে জানা গিয়েছে, ২০২৫-এর মার্চ অবধি চলবে অভিনেত্রীর ছুটি। তারপরই 'কলকি ২৮৯৮ এডি' ছবির শ্যুটিং শুরু করবেন তিনি।