শেষ আপডেট: 3rd September 2024 14:19
দ্য ওয়াল ব্যুরো: প্রেগনেন্সির শুরু থেকেই ফ্যানদের সঙ্গে সবটা শেয়ার করেছেন বলিউডের এই ফেভারিট কাপল। সেপ্টেম্বরে তাঁদের প্রথম সন্তানের জন্ম হবে, তার আভাসও দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তাতেও কটাক্ষ ছেড়ে কথা বলেনি। ফেক প্রেগনেন্সির কথা তুলে নেটিজেনদের একাংশ দীপিকা পাডুকোনকে বিভিন্নভাবে আক্রমণ করে। যা নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। একটি মন্তব্যও করেননি রণবীরও। কিন্তু এবার সেই বিতর্কেরই কড়া জবাব দিলেন হবু বাবা-মা। সাদা কালো ছবিতে বেবি বাম্প নিয়ে হাজির হলেন তাঁরা। অসাধারণ সব ছবিতে এও বোঝালেন, আনন্দের কোনও রং হয় না।
নিটেড ফ্রন্ট ওপেন টপ আর লুস ফিট ডেনিমে ফটোশ্যুট করেন অভিনেত্রী। ছবিতে স্পষ্ট তাঁর প্রেগনেন্সি গ্লো।
কোথাও একা বেবি বাম্প সহ দাঁড়িয়ে অভিনেত্রী।
কোথাও অভিনেত্রীকে আগলে রেখেছেন তাঁর স্বামী রণবীর সিংহ।
দীপবীরের এই ছবিগুলি সামনে আসতেই ভালবাসায় ভরিয়ে দেয় সকলে।
সেলেবরাও ছবির নীচে কমেন্ট করে ভালবাসা জানান। অর্জুন কপুর, পিগি চপস, ক্যাটরিনা, তালিকায় রয়েছে আরও অনেকে।
ছবিতে কমেন্ট করেন তাঁর বোন অনিশাও। লেখেন, "মাদার ইস মাদারিং"। যার রিপ্লাইতে একটি ইমোজিও দেন হবু মা।
শুধু জিন্স টপে নয়, আরও বেশ কয়েকটি পোশাকে সাজেন অভিনেত্রী।
শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে মুম্বইতেই প্রথম সন্তান জন্ম দেবেন তিনি। দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে।