শেষ আপডেট: 21st February 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো: ২০ ফেব্রুয়ারি মুম্বইতে অনুষ্ঠিত হল দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। সেখানে উপস্থিত ছিলেন করিনা কাপুর খান, রানি মুখার্জি, শাহিদ কাপুর, শাহরুখ খান-সহ বলিউডের অনেক সেলিব্রিটিরা। অনুষ্ঠানে শাহরুখের জওয়ান এবং রণবীর কাপুরের অ্যানিম্যাল সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে। আরও যারা যারা পুরস্কার পেলেন সেই তালিকা রইল।
সেরা অভিনেতা- শাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেতা (সমালোচক)- ভিকি কৌশল (স্যাম বাহাদুর)
নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা- ববি দেওল (অ্যানিম্যাল)
সেরা পরিচালক- সন্দীপ রেড্ডি ভঙ্গা (অ্যানিম্যাল)
সেরা অভিনেত্রী- নয়নতারা (জওয়ান)
সেরা অভিনেত্রী - রানি মুখার্জি (মিস্টার অ্যান্ড মিসেস নরওয়ে)
সেরা মিউজিক ডিরেক্টর - অনিরুদ্ধ রবিচন্দর (জওয়ান)
চলচ্চিত্রে অসামান্য অবদান - মৌসুমী চ্যাটার্জি