শেষ আপডেট: 12th September 2024 17:17
দ্য ওয়াল ব্যুরো: সামনেই পুজো। মিলছে না ট্রেনের টিকিট। ছুটি কাটাতে কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চান? হাতের কাছেই রয়েছে আপনার ডেস্টিনেশন। গাড়ি স্টার্ট দিন আর পুজোয় কটা দিন বেরিয়ে আসুন নির্জন সমুদ্র সৈকতে।
দীঘা, পুরী সবাই যায়। মন্দারমনিও বহুবার যাওয়া হয়ে গিয়েছে। তাই একটু জায়গা পাল্টাতে চলে যেতে পারেন বগুরান জলপাই। কাঁথি থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে ঘন ঝাউবন। এখানে পেতে পারেন লাল কাঁকড়ার দেখাও।
খুব বেশি দূর নয়, মন্দারমনি থেকে খানিকটা দূরেই রয়েছে পুরুষোত্তমপুর। নির্জনে কটা দিন কাটাতে চাইলে এই সমুদ্র সৈকত বেছে নিতে পারেন। মিলবে লাল কাঁকড়া, জঙ্গলও। বিকেলে সূর্যাস্ত দেখতে যেতে পারেন দক্ষিণ পুরুষোত্তমপুরে।
নামখানার খুব কাছেই রয়েছে লালগঞ্জ। কলকাতা থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে এই সমুদ্র আপনার ভাল লাগবেই। তাঁবুতে রাত কাটাতে পারেন এখানে।
পুরী প্রায়ই যাওয়া হয় সকলের। ওড়িশায় কিন্তু পুরী ছাড়াও রয়েছে একাধিক জায়গা। যেতে পারেন বাগদা বা ডুবলাগাড়ি। হাওড়া থেকে বালাসোর পৌঁছে গেলেই হল। গাড়ি নিয়ে এই দুই জায়গায় যেতে কলকাতা থেকে খুব বেশি সময় লাগে না। সমুদ্রের কাছাকাছি মাটির তৈরি রিসর্টে থাকার সুবিধা রয়েছে।
ওই যে ওড়িশায় শুধু পুরীই আছে এমন নয়। ওড়িশায় রয়েছে একাধিক সুন্দর সমুদ্র সৈকত। যমুনাসুল তার মধ্যে অন্যতম। বাস্তা স্টেশন থেকে ৩১ কিলোমিটার দূরে রয়েছে এই জায়গা। খুব বেশি লোকজন আসে না এই সমুদ্র সৈকতে ফলে শান্তিতে নির্জনে কাটাতে পারবেন কয়েকটা দিন।