শেষ আপডেট: 29th October 2023 17:18
দ্য ওয়াল ব্যুরো: ম্যাথু পেরির মৃত্যু সংবাদ পেতে না পেতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয় ফ্রেন্ডসের ফ্যানরা। কেবল ফ্যানেরা নয় বলিউড থেকে হলিউড সমস্ত তারকারা তাঁদের সমবেদনা জানান। ফ্রেন্ডসের দশটি সিজনের মধ্যে থেকে বাছাই করে চ্যান্ডলার বিং-এর কমিক মুহূর্তগুলো সকাল থেকে ঘুরতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মানুষ তাঁকে সেই চরিত্রেই মনে রাখতে চায়, যাঁকে টিভির পর্দায় দেখলেই পেটে খিল ধরে যেত হাসতে হাসতে।
মনিকা-চ্যাণ্ডলারের ভালোবাসা, জোয়ি-চ্যান্ডলারের বন্ধুত্ব, রস-চ্যান্ডলারের খুনসুটি, রেচেল-ফিবি-চ্যান্ডলারের দৃশ্য যেন ভোলার নয়। চলুন ফিরে দেখা যাক চ্যান্ডলারের ফ্রেন্ডসের জার্নি। মনে থাকুক সেই অনাবিল হাসিটুকু।
অনেকে লিখেছেন, মন খারাপ থাকলে কেবল চ্যান্ডলারের সংলাপ শোনার জন্য ফ্রেন্ডস দেখতে বসা যেত। এই শো চলে ১০ বছর ধরে। শোয়ে তাঁর সহ-তারকাদের সঙ্গে বন্ধুত্ব বারবার নজর কেড়েছে মানুষের। কেবল পর্দায় নয় পর্দার বাইরেও তারা ছিলেন ভাল বন্ধু ও সহকর্মী।
ফ্রেন্ডস শোতে জোয়ি আর চ্যান্ডলারের ব্রোম্যান্সের কথা কারোরই অজানা নয়। শো হোক বা বাস্তব জীবন, চ্যাণ্ডলার ছাড়া জোয়ি আর জোয়ি ছাড়া চ্যান্ডলার যেন অসম্পূর্ণ।
শোয়ের অন্যতম হাসির দৃশ্য হল চ্যান্ডলার এবং রসের পিভটের । এই দৃশ্য এতটাই আইকনিক যে পিভট শব্দটা বললেই সেই চ্যান্ডলার, রস আর রেচেলের সিঁড়ি দিয়ে একটা বিরাট সোফা উপরে তোলার কথা মনে পড়ে যায়।
চ্যান্ডলারের বলা একটি সংলাপ ইতিমধ্যেই খুব ভাইরাল হয়েছে। একটি দৃশ্যে দেখা যাচ্ছে রেচেলকে এসে চ্যান্ডলার বলছে 'আই উইল ডাই অ্যালন।'
ফ্রেন্ডসের প্রত্যেকটা হ্যালোউইন এপিসোডই দারুণ। তবে হ্যালোউইন বললেই মনে পড়ে চ্যান্ডলারের সেই বিখ্যাত 'পিংক বানি' সাজার এপিসোডটি।
একজন ফ্যান রেচেল এবং চ্যান্ডলারের একসঙ্গে ম্যানিকিওর করার ছবিটি শেয়ার করে লিখেছেন, 'থ্যাংক ইউ ফর টাচিং মাই হার্ট উইথ ইওর লাফ।'
অন্য এক ফ্যান শোয়ের অন্যতম বিখ্যাত দৃশ্য অ্যাপার্টমেন্ট নেওয়ার লড়াইয়ের ক্লিপ শেয়ার করেছেন।
সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আরও একটি বিখ্যাত দৃশ্য যেখানে জোয়ি চ্যান্ডলারের আলমারি থেকে বের করে সব জামাকাপড় পরে ফেলেছে।
চ্যান্ডলার আর মনিকার বিয়ের প্রপোজালের দৃশ্য এখনও মানুষকে কাঁদিয়ে দিতে পারবে।
সবশেষে ফ্রেন্ডস-এর অন্তিম মুহূর্ত, যেখানে ছয় বন্ধুর জীবন আগের থেকে অনেক পাল্টে গেছে। কেউ কাজের সূত্রে এক জায়গায় চলে যাচ্ছে, অথবা কেউ পরিবারের কথা ভেবে। তবে তাঁদের একে অপরের প্রতি ভালোবাসা আজও অটুট।