শেষ আপডেট: 26th May 2023 09:13
দ্য ওয়াল ব্যুরো: তাঁদের কারও বয়স ৭৫ পেরিয়েছে, কেউ আবার ৬০-এ পা দিয়েছেন সম্প্রতি। রুপোলি দুনিয়ার এই তারকারা (celebs) প্রৌঢ়ত্বের দোরগোড়ায় এসে হাত ধরেছেন নতুন মানুষের (wedding)। জীবন সায়াহ্নে শুরু করেছেন দ্বিতীয় ইনিংস। বৃহস্পতিবারই অভিনেতা আশিস বিদ্যার্থী ৬০ বছর বয়সে দ্বিতীয়বার গাঁটছড়া বেঁধেছেন দীর্ঘদিনের বন্ধু ব্যবসায়ী রুপালি বড়ুয়ার সঙ্গে।
বলিউডে এমন উদাহরণ অজস্র। কবির বেদী থেকে নীনা গুপ্তা, সঞ্জয় দত্ত- অনেকেই আছেন সে তালিকায়। তেমন টলিউডেও রয়েছেন দীপঙ্কর দে'র মতো বর্ষীয়ান অভিনেতা। রইল সেই সমস্ত অভিনেতাদের খোঁজ, যাঁদের প্রৌঢ়ত্বেও এসেছে বসন্ত।
বলিউড তারকাদের ‘সাদা-কালো’ শৈশবের ছবি, প্রিয় অভিনেতাকে চিনতে পারবেন না আপনিও
কবির বেদী: ৭০ বছর বয়সে এসে তৃতীয়বার বিয়ে করেছেন কবির বেদী। প্রথম বিয়ে ১৯৬৯ সালে। ১৯৯২ সালে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। এরপর ২০১৬ সালে পারভীন দুসাঞ্জকে বিয়ে করেন কবির। এখন তাঁর সঙ্গেই জমিয়ে সংসার করছেন।
সুহাসিনী মূলে: বিখ্যাত ভারতীয় অভিনেত্রী সুহাসিনী বলিউড ছাড়াও কাজ করেছেন অহমিয়া এবং মারাঠি ছবিতে। জিতেছেন জাতীয় পুরস্কারও। ২০১১ সালে ৬০ বছর বয়সে তিনি গাঁটছড়া বাঁধেন ফিজিসিস্ট অতুল গুর্তুর সঙ্গে। বর্তমানে সুহাসিনীর বয়স ৭২ বছর। বেশি বয়সে বিয়ে করেও সুখী দাম্পত্যের উদাহরণ তৈরি করেছেন দু'জনে।
হনসল মেটা: সিনেমা পরিচালক হিসেবে হনসল বলিউডের অন্যতম বড় নাম। 'আলিগড়', 'শাহিদ', 'সিটিলাইটস'-এর মতো ছবি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের। সেই হনসল ২০২২ সালে বিয়ে করেন সাফিনা হুসেনকে। তখন তাঁর বয়স ৫৪ বছর।
নীনা গুপ্তা: ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে তাঁর প্রেমের কাহিনি কারও অজানা নয়। বিয়ে না করেই এক সন্তানের জন্ম দিয়েছিলেন তাঁরা। তাঁদের মেয়ে মাসাবা গুপ্তা বর্তমানে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। সিঙ্গেল মাদার নীনা অনেক পরে ২০০৮ সালে বিয়ে করেন চার্টার্ড অ্যাকাউনট্যান্ট বিবেক মেহরাকে। তখন অভিনেত্রীর বয়স পঞ্চাশ ছুঁইছুঁই।
সঞ্জয় দত্ত: বরাবরই বোহেমিয়ান, উচ্ছৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত থাকা সঞ্জয় দত্তের বায়োপিক যারা দেখেছেন, তাদের এ কথা অজানা নয় যে বাস্তব জীবনে অভিনেতা কেমন ছিলেন। সেই সঞ্জয় ৪৮ বছর বয়সে এসে তৃতীয়বার বিয়ে করেন। ২০০৮ সালে মান্যতা দত্তের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বর্তমানে তাঁর সঙ্গেই জমিয়ে সংসার করছেন অভিনেতা।
আশিস বিদ্যার্থী: বৃহস্পতিবারই দ্বিতীয়বার বিয়ে করলেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা। জানা গিয়েছে, রুপালি বড়ুয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, এরপর সেখান থেকেই প্রেমের সূত্রপাত। অবশেষে ২৫ মে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। বর্তমানে অভিনেতার বয়স ৬০ বছর। সিনেমা ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীই নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন আশিস বিদ্যার্থীকে।
দীপঙ্কর দে: বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। কাজ করেছেন সিরিয়ালেও। দীর্ঘ সময় অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে লিভ ইনে ছিলেন অভিনেতা। অবশেষে ২০২০ সালে ৭৫ বছর বয়সে বিয়ে করেন বান্ধবীকে। একেবারে ঘরোয়া আয়োজনেই মালাবদল, সিঁদুরদান করে বিয়ে হয় তাঁদের। বর্তমানে জমিয়ে সংসার করছেন দীপঙ্কর-দোলন। বয়স বাড়ার পাশাপাশি বহুদিনের সম্পর্ক যে আরও মজবুত হয়েছে, তার অনন্য উদাহরণ তৈরি করেছেন তাঁরা।