শেষ আপডেট: 4th November 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় রিল দেখে ঘুরতে যাওয়ার ইচ্ছে তো করেই। কিন্তু সোশ্যাল মিডিয়া তো এই এল বাজারে। তার আগে? ঘুরতে যাওয়ার গল্প শুনে, ভ্রমণ সংখ্যা পড়ে এবং কিছু বই পড়ে ঘুরতে যাওয়ার জন্য মন কেমন শুরু হত। তখন রিলে এত সহজে সব তথ্য পাওয়া না গেলেও, পড়াশোনা করে ঘুরতে যাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ ছিল। এখনও যারা বই পড়তে ভালবাসেন, ঘুরতে যেতে চান। তারা চটপট পড়ে ফেলতে পারেন এই বইগুলি।
পৃথিবীর কোনা কোনা ঘুরে দেখার স্বপ্ন দেখেন? কোনও বই পড়তে পড়তে মনে হয়, ঘুরে দেখে আসি সেই জায়গা? তাহলে আপনি পড়ে ফেলতে পারেন পাওলো কোয়েলোর 'দ্য অ্যালকেমিস্ট।'
রল্ফ পটসের 'দ্য ভেগাবন্ড ওয়ে' পড়ে ফেলতে পারেন। ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু পারছেন না, এমন হলে এই বই অনুপ্রেরণা জোগাবে।
অ্যাডভেঞ্চার ভালবাসেন? তাহলে পড়ে ফেলতে পারেন জ্যাক কেরোয়াকের 'অন দ্য রোড।'
ওয়াইল্ড লাইফ পছন্দ করেন? জঙ্গলে অ্যাডভেঞ্চার পছন্দ করেন? তাহলে পড়ে ফেলতে পারেন 'ইনটু দ্য ওয়াইল্ড।' জন ক্রাকাউয়ের লেখা।
পড়তে পারেন অ্যালেইন দে বটনের 'দ্য আর্ট অফ ট্রাভেল।' আমরা কেন ঘুরতে যাই, ঘুরতে গেলে জার্নিতে কী কী লাগতে পারে। সেসব বিষয়ে একটা ধারণা পাওয়া যেতে পারে।
মার্ক অ্যাডামসের 'টার্ন রাইট অ্যাট মাচু পিচু' বইটি পড়লেও ঘুরতে যেতে ইচ্ছে হতে পারে আপনার।