শেষ আপডেট: 6th August 2023 08:03
দ্য ওয়াল ব্যুরো: অগস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস (friendship day)। বন্ধুত্ব উদযাপনের দিন বিশ্বজুড়ে। নয়ের দশকের ছেলেমেয়েরা এখনও মনে করতে পারে, রাত জেগে ফ্রেন্ডশিপ ব্যান্ড বানানোর সেই উন্মাদনা। সঙ্গে প্রিয় বন্ধুর বিশেষ কার্ড, চকলেট, ছোট্ট গিফ্ট। বন্ধুত্বের সংজ্ঞা হয় না, ঠিকই। হয় না বয়স, হয় না লিঙ্গভেদ, হয় না সময়। বন্ধু যে কেউ হতে পারে। মা-ছেলে হোক বা বাবা-মেয়ের বন্ধুত্ব, অথবা প্রিয় পোষ্য বা ছোটবেলায় একসঙ্গে দৌড়ে বেড়ানোর সেই সঙ্গী। দুঃখ, আনন্দ, জীবনের বড় কোনও স্বপ্ন বা রোজকার ছোটখাটো কোনও মুহূর্ত অনায়াসে ভাগ করে নেওয়ার নামই বোধ হয় বন্ধুত্ব।
তবে কথায় বলে, কাজের জায়গায় বা পেশাগত জায়গায় নাকি বন্ধুত্ব হয় না। তা কর্পোরেট অফিসে হোক বা সিনেদুনিয়ায়। তবে বলিউড এই ভুল ভেঙেছে বারবারই।
আরও পড়ুন: বাস্তব, নাকি কল্পনা! হিসেব গুলিয়ে দেন ক্রিস্টোফার নোলান, জন্মদিনে তাঁর ৫টি সেরা ছবির খোঁজ রইল
কাজল ও শাহরুখ খান - বলিউডে রোমান্টিক অন স্ক্রিন জুটি বললে এখনও শাহরুখ খান আর কাজলের কথাই মাথায় আসে। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে দিলওয়ালে, কুছ কুছ হোতা হ্যায়, এই জুটির যেন কোনও বিকল্প হয় না। শুধু অনস্ক্রিনে নয়,বাস্তবেও তাঁদের বন্ধুত্ব দারুণ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাজল জানান, তাঁরা সত্যিই খুব ভাল বন্ধু। অভিনেত্রী বলেন, রাত ৩ টের সময় কোনও দরকারে ফোন করলে ও (শাহরুখ) নিশ্চয়ই সেই ফোন ধরবে এবং আমিও।
টাবু ও অজয় দেবগণ - বলিউডে নানা বন্ধুত্ব নিয়ে কথা হলেও টাবু এবং অজয় দেবগণের বন্ধুত্বের কথা কিন্তু তেমন শোনা যায় না। অজয় দেবগন জানান, বিজয়পথ থেকে নয়, টাবুকে তিনি অনেক ছোটবেলা থেকেই চেনেন। অজয় জানিয়েছেন, তাঁদের বন্ধুত্ব নাকি আর পাঁচটা সাধারণ বন্ধুত্বের মতোই, যেখানে শুধু ভাল ভাল কথাই নয়, গালাগালও চলে দুজনের মধ্যে।
রণবীর সিং এবং অর্জুন কাপুর - গুন্ডে ছবিতে অভিনয়ের সময় থেকেই অর্জুন কাপুর আর রণবীর সিংয়ের বন্ধুত্ব চোখে পড়ার মত। কোনও প্রিমিয়ারে দেখা হলে জড়িয়ে ধরাই হোক বা নিজেদের কাজে একে অপরকে উৎসাহিত করাই হোক না কেন এই দুজন হল প্রপার ' ব্রো ম্যানস ' এর উদাহরণ।
হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহা - 'ডবল এক্সএল' ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকে এই দুজন অভিনেত্রীর গলায় গলায় বন্ধুত্ব। এমনকি হুমা কুরেশির ৩৭তম জন্মদিনের পার্টিতেও দুজনকে একসঙ্গে আনন্দ করতে দেখা গেছে।
সারা আলি খান ও জাহ্নবী কাপুর - সারা আলি খান এবং জাহ্নবী কাপুরের বন্ধুত্ব অনেকদিনের। দুজনেরই বাড়ির লোকই সিনেমাজগতের সঙ্গে যুক্ত, এবং ঘনিষ্ঠ হওয়ায় ছোটবেলা থেকেই অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছেন এই দুই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া খুললে প্রায়ই দেখা যায়, দুজনে একসঙ্গে যোগা করছেন অথবা একসঙ্গে পার্টিতে যাচ্ছেন।
সুহানা খান, অনন্যা পান্ডে ও শানায়া কাপুর - এই তিন বন্ধুর জুটি অনেক পুরনো। ছোটবেলা থেকেই তাঁরা একে অপরের সঙ্গে খেলাধুলো করে বড় হয়েছেন। তিনজনেরই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। কফি উইথ করণের একটি সাক্ষাৎকারে অনন্যা পান্ডেকে জিজ্ঞেস করা হয়েছিল তাঁদের বন্ধুত্ব নিয়ে। উত্তরে অভিনেত্রী জানান, তাঁরা সবসময় একে অপরকে উৎসাহিত করে এসেছে যে কোনও কাজের জন্য।
করিনা কাপুর, মালাইকা আরোরা ও অমৃতা আরোরা - বলিউডে 'বেস্ট ফ্রেন্ড ফরএভার' বলতে এখনও এই তিনজন। একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে শীতের দুপুরে কারও বাড়িতে আড্ডা দেওয়া, যে কোনও জায়গায় এখনও একসঙ্গে দেখা যায় এই তিনজনের জুটিকে।
শাহরুখ খান এবং জুহি চাওলা - নয়ের দশকে অজস্র রোম্যান্টিক ছবিতে এই জুটিকে দেখা গেছে। শাহরুখ খান এবং জুহি চাওলার জুটির বন্ধুত্ব কিন্তু কেবল সিনেমার পর্দায় আটকে নেই। এই জুটিকে প্রায়ই একসঙ্গে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে। এমনকী, ব্যবসায়িক একটি সুন্দর সম্পর্কও রয়েছে তাঁদের মধ্যে। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে প্রায়ই দলের জার্সি গায়ে হাজির হয়ে যেতেন শাহরুখ-জুহি।