শেষ আপডেট: 28th September 2024 13:52
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ক্যানসারজয়ী অভিনেত্রীদের সংখ্যা কম নয়। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন কাজের সঙ্গে কোনও সম্পর্ক রাখেননি কিছু অভিনেত্রী। তারপরে আবারও নিজ ছন্দে ফিরে এসেছেন তাঁরা।
বর্তমানে স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। তবে শুধুই হিনা নয়, ক্যানসার জয় করেছেন এসব অভিনেত্রীরাও। দেখে নেওয়া যাক সেই তালিকা।
২০১৮-য় ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। খবর ঝড়ের বেগে ছড়িয়ে পরেছিল সোশ্যাল মিডিয়ায়। মেটাস্ট্যাটিক ক্যানাসারে আক্রান্ত ছিলেন তিনি। তবে নিউইয়র্কে দীর্ঘদিনের চিকিৎসায় তিনি ক্যানসার মুক্ত হন।
অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তথা পরিচালক তাহিরা কাশ্যপের ২০১৮-য় স্তন ক্যানসার ধরা পড়ে। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় তাহিরার বিভিন্ন আপডেট দিতে থাকেন অভিনেতা। অস্ত্রোপচার ও কেমোথেরাপি হওয়ার পরেও তা শেয়ার করতেন। বর্তমানে তিনি সুস্থ।
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন ‘পরদেশ’ খ্যাত অভিনেত্রী মহিমা চৌধুরী। তবে কাজ চালিয়ে গিয়েছেন। লড়াই থামাননি তিনি। একদিকে নিয়মিত চিকিৎসা আর অন্য দিকে মনের জোর কাজে লাগিয়ে ক্যানসার জয়ী হয়েছেন মহিমা।
২০১২-র নভেম্বরে ক্যানসার আক্রান্ত হন অভিনেত্রী মনীষা কৈরালা। আমেরিকায় গিয়ে দীর্ঘদিন ধরে চলে তাঁর চিকিৎসা। ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়েছিল তাঁর। বহুদিন কাজ থেকে দূরে থাকলেও, ক্যানসারকে জয় করে ফের কাজে যোগ দিয়েছিলেন তিনি।
অভিনেত্রী কিরণ খের আক্রান্ত হয়েছিলেন ব্লাড ক্যানসারে। সেই খবর প্রথম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁর স্বামী তথা অভিনেতা অনুপম খের। এই বিরল ক্যানসারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন তিনি কাজ বন্ধ রেখেছিলেন। তারপরে সুস্থ হয়ে তিনি আবার নিজ ছন্দে ফিরে আসেন।
পেরিটোনিল ক্যানসার আক্রান্ত হয়েছিলেন নাফিসা আলি। ২০১৯ সাল থেকে মৃত্যুভয়ে দিন কেটেছে তাঁর। সেই নাফিসা আলি বর্তমানে পেটে অস্ত্রোপচারের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ।