পঞ্চ কন্যা!
শেষ আপডেট: 26 December 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এক নতুন ট্রেন্ড দেখা গেল চলতি বছরে। বলিষ্ঠ নারী চরিত্র। পুরুষদের সঙ্গে কাঁটায়-কাঁটায় হল টক্কর। চরিত্রের খাতিরে এতটুকুও জায়গা ছাড়লেন না অভিনেত্রীরা। অনস্ক্রিনে ‘উর্দি’ যে ঠিক কতটা শক্তিশালী হতে পারে, মিলল তার প্রমাণও। গায়ে সরকারি পোশাক পরলে, ঠিক কতটা অভিনয়ে প্রভাব ফেলতে পারে, দেখল দর্শক। কেউ হলেন পুলিশ অফিসার আবার কেউ সেনাকর্মী। স্টিরিওটিপক্যাল নিয়মের শিঁকল ভেঙে, মাঠে-ময়দানে নেমে স্বমহিমায় চরিত্র গাঁথলেন অভিনেত্রীরা। দেখে নিন উর্দিপরিহিতা পাঁচ অভিনেত্রী যাঁরা ২০২৪-এ ওটিটি-সিলভার স্ক্রিনে ছিলেন একরোখা মেজাজে!