শেষ আপডেট: 12th September 2024 19:00
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে স্বজনপোষণের অভিযোগ নতুন কিছু নয়! এবার কাজ হারানো প্রসঙ্গে ফের মুখ খুললেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। সম্প্রতি একটি পডকাস্টে ডক্টর জি খ্যাত অভিনেত্রী জানান, যত তাড়াতাড়ি মানুষ সমস্ত ক্ষেত্রে স্বজন পোষণের কথা মেনে নিতে পারবেন, ততই মঙ্গল।
তবে রাকুল প্রীত পরিষ্কার জানিয়েছেন, যদি প্রয়োজন হয় আগামীদিনে তিনিও চাইবেন তাঁর ছেলেমেয়েকে বলিউডে সুযোগ করে দিতে। স্বজনপোষণের অভিযোগ তুললেও বলি অভিনেত্রী জানিয়েছেন, এই বিষয়ে বিরক্ত হওয়ার কোনও কারণ নেই। সবাই যদি দ্রুত এই বিষয়টি মেনে নিতে পারেন তাহলেই মঙ্গল।
অভিনেত্রীর মতে, স্বজনপোষণ তিক্ততার জন্ম দেয়। এতে কাজের পরিবেশও নষ্ট হয়। ভাল অভিনেত্রী হওয়া সত্ত্বেও আমাকে অনেক ছবি থেকে বাদ দেওয়া হয়েছে।
রাকুল জানান, শুধু বলিউড নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রেই এমন অভিযোগ চোখে পড়ে। সে চিকিৎসাক্ষেত্রই হোক বা অন্য কোথাও স্বজনপোষণের অভিযোগ সমাজের প্রতিটি ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। এটাই জীবনের অঙ্গ। এই সিদ্ধান্তকে মেনে নিতে পারলে ভাল, নাহলেই বিপদ।
তবে ‘ছাতরিওয়ালি’ মনে করিয়ে দেন তিনি কখনোই এটা মেনে নিতে পারবেন না তাঁরা যে সমস্যার সম্মুখীন হয়েছেন ছেলেমেয়েরাও তার মুখোমুখি হোক। সুন্দর ভবিষ্যতের জন্য মা হিসাবে আমার দায়িত্ব ওঁদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা।
এখানেই থামেনি রাকুল। বলিউড অভিনেত্রী জানান, তাঁর বাবাও একজন সৈনিক ছিলেন। তাঁর কর্মজীবনের গল্প শুনে আমি নিশ্চিত শুধু বলিউড নয়, পুরো সিস্টেমেই স্বজনপোষণ ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে।