শেষ আপডেট: 17th September 2024 13:51
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ১০০ দিন পূর্ণ হল তৃতীয় মোদী সরকারের। গত ১০০ দিনে সরকারের কাজের সাফল্যের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড পেশ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দেশের অভ্যন্তরীণ, বাহ্যিক নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে এই সরকার সফল বলেও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক ঝলকে দেখে নেওয়া যাক ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনে ঠিক কী কী করল মোদী ৩.০।
রিপোর্ট কার্ড বলছে, তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে এপর্যন্ত মোট ১৫ লক্ষ কোটি টাকার প্রজেক্ট অনুমোদন করেছে সরকার। যার মধ্যে ৩ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে পরিকাঠামোগত উন্নয়নের জন্য।
সড়ক পথে ২৫ হাজার গ্রামকে জুড়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যার আনুমানিক খরচ ৪৯ হাজার কোটি টাকা। ৫০ হাজার ৬০০ টাকা খরচ করে সরকারের তরফে গুরুত্বপূর্ণ রাস্তা সম্প্রসারণের চিন্তাভাবনাও করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহারাষ্ট্রের ওয়াধায়েঁ ৭৬ হাজার কোটি টাকা খরচে একটি বন্দর নির্মাণ করা হবে। বিশ্বের ১০টি প্রথম সারির বন্দরের মধ্যে এটি হবে অন্যতম। প্রথম দিন থেকেই সেই মতো কাজ করা হবে।
মোদী ৩.০-র ১০০ দিনে ই-বাস সেবা স্কিম শুরু হয়েছে। স্টার্টআপের ক্ষেত্রে ৩১ শতাংশ ট্যাক্সের বোঝা কমানো হয়েছে। দেশের ১২টি জোনকে বেছে নেওয়া হয়েছে উন্নয়নের লক্ষ্যে।
এখানেই শেষ নয়, যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ফ্লাইট ও মেট্রো পরিষেবা নিয়েও ভাবছে সরকার।
রিপোর্ট কার্ডে আরও বলা হয়, পর্যটন ক্ষেত্রকে আরও ভাল করতে, এগিয়ে নিয়ে যেতে বেশ কিছু পদক্ষেপ করেছে এই কদিনে সরকার। উদাহরণ স্বরূপ বারাণসীর লাল বাহাদূর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পশ্চিমবঙ্গের বাগডোগরা, বিহারের বিহতা এয়ারপোর্ট ও আগাত্তি এবং মিনিকয়-এ এয়ার স্ট্রিপস তৈরি করার কথা উল্লেখ করা হয়।
এছাড়াও বেঙ্গালুরু মেট্রো, পুণে মেট্রো, থানে মেট্রোর প্রজেক্ট নিয়েও এই কদিনে কাজ শুরু করেছে সরকার।