শেষ আপডেট: 17 October 2023 17:08
দ্য ওয়াল ব্যুরো: আজ মঙ্গলবার তৃতীয়া। মহালয়ার পর থেকেই কলকাতা শহরের বেশিরভাগ প্যান্ডেলই খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। ইতিমধ্যেই ভিড়ের গুঁতোয় নাজেহাল অবস্থা ট্রাফিক পুলিশের। কিন্তু ভিড় হলেও মানুষের উৎসাহে ভাটা পড়েনি। বরং শহরের উত্তর ঠিক দক্ষিণ, তাঁরা চষে ফেলছেন নানা অভিনব থিমের পুজো দেখতে। আজ দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চত্বর এবং আশেপাশের এলাকার এমন ৬টি পুজোর সন্ধান দেব, যেগুলো না দেখলে কিন্তু ২০২৩ সালের পুজো অসম্পূর্ণই রয়ে যাবে।