অগ্নিগর্ভ বাংলাদেশ।
শেষ আপডেট: 5th August 2024 18:30
দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনকারীরা বলছেন, গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। শাসকের গদি উল্টে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছেন তাঁরা। কিন্তু বাংলাদেশের খণ্ডচিত্র বলছে, এই 'স্বাধীনতা'র মূল্য দিতে গিয়ে ছারখার হয়ে গেছে গোটা দেশ। গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে বহু প্রাণ, পুড়ে ছাই সারা দেশের বহু সরকারি সম্পদ।
এদিন দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে, বিকেল চারটের দিকে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা। এ সময় পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।
সেই সঙ্গে রাজধানী ঢাকার বিজয় সরণিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয়। একদল মানুষ বঙ্গবন্ধুর মূর্তির মাথায় চড়ে বসে হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করে।
অন্যদিকে গণভবনে ঢুকেও লুটপাট করা হয়। হাসিনার বেডরুমে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। অবাধে চলে ভাঙচুর।
রাজশাহীতেও আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। পালাতে গিয়ে ২৭ বছরের এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হন ৩০ জন।
নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিলসহ আওয়ামী লীগের বেশ কিছু নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।