শেষ আপডেট: 19th February 2024 10:45
দ্য ওয়াল ব্যুরোঃ ৭৭তম ব্রিটিশ একাডেমী ফিল্ম অ্যাওয়ার্ডস প্রেসেন্ট করতে গেছিলেন দীপিকা। এই প্রথম বাফতার মঞ্চে দেখা গেল ওঁকে। ১৮ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ভেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হল বাফতা। দেশি অবতারে সবার মন কাড়লেন অভিনেত্রী। অফ হোয়াইট রঙের শাড়ি পরেছিলেন।
সব্যসাচীর ডিজাইনের শাড়িটি বাফতায় উপস্থিত অতো তারকার মাঝেও যেন আলাদা ভাবে ফুটে উঠেছিল।
নিজেই সেই লুকের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
বাফতায় প্রথমবার পা রাখলেও এর আগে অস্কারে দীপিকাকে দেখা গেছিল। তিনি অস্কার প্রাপ্ত ছবি ‘আরআরআর’-কে নিজের হাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তুলে দেন।
এর আগেও দীপিকা শাড়িতে মঞ্চ কাঁপান। প্রথম বার ২০১৭ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে রোহিত বালের ডিজাইন পরেন।
আবার ২০২২-এও সব্যসাচীর শাড়ি ও আবু-সন্দীপের শাড়িতে তাঁকে দেখা গেছিল।