শেষ আপডেট: 17th May 2022 08:26
দ্য ওয়াল ব্যুরো: ভারী বৃষ্টি ও ব্যাপক ধসের (Assam Flood) জেরে অসমের ডিমা হাসাও জেলার হাফলংয়ে বিপর্যস্ত রেল পরিষেবা। ভারী বৃষ্টি এবং ধসের জেরে ভেঙে গেছে লাইন, ডুবে গেছে ব্রিজ। এই কারণে গত শনিবার থেকে লামডিং-বদরপুর রুটে ১৮টি ট্রেন বাতিল হয়েছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রেললাইন মেরামতির কাজও।
শুধু তাই নয়, ৪৮ ঘণ্টা আটকে থাকার পরে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেয়েছেন দু'টি ট্রেনের ২ হাজার ৮০০ জন যাত্রী! শেষমেশ তাঁদের এয়ার লিফ্ট করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।
বুদ্ধ পূর্ণিমায় উত্তরবঙ্গের আনাচকানাচ, অনাবিল সৌন্দর্য ও শান্তির ছবি মন ভরিয়ে দেয়
অসমের সরকারি বুলেটিনে বলা হয়েছে, হাফলং সার্কেলে মাটি ধসে ইতিমধ্যেই প্রাণ গেছে তিন জনের (Assam Flood) বন্যাদুর্গত প্রায় ৬০ হজার মানুষ। তথ্য বলছে, গত ১০ দিনে অসমে প্রায় ৫৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১৪টি জেলায় বন্যা পরিস্থিতি। ভাসছে বিশ্বনাথ, বঙ্গাইগাঁও, কাছাড়, ধেমাজি, ধুবড়ি, ডিব্রুগড়, হোহাই, কার্বি আংলং, কোকরাঝাড়, লখিমপুর, নাবালগাঁও, জোড়হাট ও কামরুপ।
ভূমিধসের কারণে গোটা রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ডিমা হাসাও জেলা। এই জেলার রেল থেকে সড়কপখ, সবকিছুই প্রায় জলের নীচে। ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে হাইলাকান্দি এবং করিমগঞ্জও। পাশপাশি আরও ২০টি জেলায় বন্যার প্রকোপ ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে ৭টি জেলায় ৫৫টি আশ্রয় শিবির খোলা হয়েছে অসমে। কাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলাকারী দল।
আটকে রয়েছে ট্রেন।
লাইনে নেমেছে ধস।
ধসে বন্ধই হয়ে গেছে রেললাইন।
ভয়াবহ অবস্থা।
ভেসে যেতে বসেছে রেললাইন।
আটকে পড়েছে ট্রেন।
অবরুদ্ধ যাত্রীরা।
বন্যায় পথ আটকেছে ট্রেনের।
ধসে ঝুলন্ত রেললাইন।
যাত্রীদের চরম দুর্ভোগ।
ভেসে গেছে লাইন, স্টেশন।
ব্রিজেও ভাঙন।