শেষ আপডেট: 21st January 2025 19:35
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার তরুণ পেসার আর্শদীপ সিং সম্প্রতি বেশ ভাল ফর্মে রয়েছেন। প্রত্যেকটা ম্যাচেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। বিজয় হাজারে ট্রফিতে তাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়েছে।
আর এই আগুন পারফরম্যান্সের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। এমনকী, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও রয়েছে আর্শদীপের নাম। ইতিমধ্যে ভারত বনাম ইংল্য়ান্ড টি-২০ সিরিজে তাঁর সামনে একটা বড় রেকর্ড গড়ার হাতছানি রয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে আর্শদীপ সিং মোট ৬০ টি-২০ ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ৯৫ উইকেট। ইংল্য়ান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে আর ৫ উইকেট শিকার করতে পারলেই বল হাতে সেঞ্চুরি করতে পারবেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আর্শদীপই প্রথম ভারতীয় বোলার যিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শততম উইকেট শিকার করতে চলেছেন। আগে কোনও ভারতীয় এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।
এই পরিস্থিতিতে আর্শদীপের সামনে একটা বড় রেকর্ড কায়েম করার সুযোগ রয়েছে। ভারতীয় ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে সর্বাধিক উইকেট শিকার করেছেন যুজবেন্দ্র চাহাল। এখনও পর্যন্ত তিনি মোট ৯৬ ব্য়াটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন।
এর পাশাপাশি আর্শদীপের সামনে আরও একটি রেকর্ডের হাতছানি রয়েছেন। আর ২ উইকেট শিকার করতে পারলেই তিনি ভারতীয় বোলারদের মধ্যে টি-২০ ফরম্যাটে সর্বাধিক উইকেট শিকার করতে পারবেন। এই সুযোগও হাতছাড়া করা যায় না।
২০২২ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল আর্শদীপ সিংয়ের। এরপর থেকেই তিনি টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। টি-২০ ক্রিকেটের পাশাপাশি ওয়ানডে ফরম্যাটে তিনি ১২ উইকেট শিকার করেছেন।
২০২৪ টি-২০ বিশ্বকাপে আর্শদীপের পারফরম্যান্স সকলেরই নজর কেড়েছিল। ভারতীয় বোলারদের মধ্যে তিনি সর্বাধিক ১৭ উইকেট শিকার করেছিলেন। ২০২৪ টি-২০ বিশ্বকাপের খেতাব জয়ের পিছনে তাঁর যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।