শেষ আপডেট: 25th January 2025 20:33
দ্য ওয়াল ব্যুরো: জনসংখ্যা যত বাড়ছে, প্রযুক্তি উন্নত হচ্ছে, মানুষ সভ্যতার পথে এগোচ্ছে। বিলুপ্ত হচ্ছে পশু-পাখিরা। আজকাল কত পাখি দেখাই যায় না। বাবুই-টুনটুনিরা ঘর বেঁধেছে অন্য কোথাও। পাওয়া যায় না সাপও। প্রজাপতিরা ডানা মেলে না চোখের সামনে আর তেমন। এই পরিস্থিতি মানব জাতির জন্য ভয়ঙ্কর, বলছেন পরিবেশবিদরা। কিন্তু এই আবহেই কয়েকটি পশু-পাখি বিলুপ্তির পথ থেকে ফিরে এসেছে এবং বর্তমানে সংখ্যায় বাড়ছে। তারা কারা?
ক্যালিফোর্নিয়া ক্যান্ডর
এটি এক প্রকার শকুন। হারিয়ে গিয়েছিল প্রায়। দেখা যেত না তেমন। কিন্তু বিভিন্ন পদ্ধতিতে প্রজনন বাড়ানোর পর এটি সংখ্যা বেড়েছে ও বিলুপ্তি আটকানো সম্ভব হয়েছে।
আমেরিকান বাইসন
এই প্রজাতির বাইসন প্রায় হারিয়েই গেছিল। কিন্তু বহু বছর ধরে চেষ্টার পর এদের অবলুপ্তি আটকানো গেছে।
পান্ডা
পান্ডা একসময় প্রায় হারিয়েই গেছিল। ধীরে ধীরে পান্ডা নিয়ে প্রচারের পর মানুষ সচেতন হয়। পশু প্রেমী ও বিজ্ঞানীরাও বহু চেষ্টা করে পান্ডা সংরক্ষণের। এখন পান্ডার সংখ্যা যথেষ্ট সন্তোষজনক।
ঈগল
একটা সময় ঈগল প্রায় হারিয়ে গেছিল। আমাদের রাজ্যেও এই পাখি আর তেমন দেখা যায় না। তবে, তথ্য বলছে বেশ কিছু দেশে ঈগল ফিরে এসেছে। সংখ্যাও বাড়ছে।
সি ওটার
খুবই গুরুত্ব দিয়ে এই প্রাণীর সংরক্ষণের বিষয়টি দেখা হয়। তারপরই ধীরে ধীরে সংখ্যা বাড়তে শুরু করে।