শেষ আপডেট: 9th April 2022 04:48
দ্য ওয়াল ব্যুরো: ৭৪ বছরে পা দিলেন জয়া বচ্চন (Jaya Bachchan)। বাংলার ‘ধন্যি মেয়ে’ থেকে বলিউডে স্বপ্নের উড়ান, জয়া বচ্চনের কেরিয়ার বলিউডের অ্যাসেট। রাজনীতিতেও তুখোড় অমিতাভ ঘরনি (Amitabh Bachchan)। বিগ বি-র সঙ্গে চুটিয়ে প্রেম (Amitabh Jaya), বিয়ে, ভরা সংসার- জয়া ভাদুড়ি মানেই বলিউডের এক রঙিন চ্যাপটার। আজ তাঁর জন্মদিনে জয়া-অমিতাভ প্রেমের সেই চ্যাপটারের কয়েক পাতা উল্টে দেখা যাক।