শেষ আপডেট: 24th September 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস ফ্যাশন উইকে এবার বলিউড গ্ল্যামারে মুগ্ধ দুনিয়া। অভিনেত্রী ঐশ্বর্য রাই এবং আলিয়া ভাট ফ্যাশন গালার রেড কার্পেটে নিজেদের গ্ল্যামারস দ্যুতি ছড়ালেন। তাঁদের সৌন্দর্য্যে তারকাখচিত ইভেন্টের স্টাইল এবং গ্ল্যাম আরও এক ধাপ বেড়ে গিয়েছিল।
এই প্রথমবার প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্যর পাশাপাশি হাঁটলেন আলিয়া। নজরকাড়া পোশাকে দেখা গিয়েছে দুই বলি-ডিভাকে।
কালো অফশোল্ডার জাম্পস্যুটের সঙ্গে মেটালিক সিলভার বাস্টিয়ার পরেছিলেন আলিয়া। ল'রিয়ালের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছিলেন এই দুই অভিনেত্রী।
ল'রিয়ালের নতুন সদস্য হিসেবে আসা আলিয়াকে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মেটালিক সিলভার বাস্টিয়ারে দেখা গিয়েছে। তার সঙ্গে পরেছেন ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক।
আলিয়ার ওয়েট হেয়ার লুকে তাঁকে আরও আকর্ষণীয় দেখিয়েছে। প্যারিসের ব়্যাম্পে হাঁটার আগেই আলিয়া হাত নাড়েন দর্শকদের ফ্লাইং কিস দেন। তারপরে স্টেজ মাতিয়ে রাখেন।
ব়্যাম্পে প্রসাধনী সংস্থার হয়ে হলিউডের একাধিক নায়িকাকে মার্জার সরণিতে দেখা যায়। তারপরে আলিয়ার সঙ্গে পোজ দেন আমেরিকান অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডোয়েল।