শেষ আপডেট: 2nd December 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি মেগা অকশনে শ্রেয়স আইয়ারকে দলে নেয়নি কলকাতা নাইট রাইডার্স। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, আগামী মরশুমে কেকেআর ম্য়ানেজমেন্ট অজিঙ্কা রাহানেকে দলের অধিনায়ক হিসেবে নির্বাচন করতে পারে।
এই আইপিএল নিলামে অজিঙ্কা রানের বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। আর বেস প্রাইসেই তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেন অজিঙ্কা রাহানের হাতেই KKR ম্যানেজমেন্ট নেতৃত্বের ব্যাটন তুলে দিতে চাইছে? আসুন, জেনে নেওয়া যাক।
অজিঙ্কা রাহানে একজন তারকা ব্যাটার হওয়ার পাশাপাশি যথেষ্ট সফল একজন অধিনায়ক। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০২০-২১ মরশুমে ভারতীয় ক্রিকেট দল বর্ডার-গাভাসকার ট্রফি জয় করেছিল।
এর পাশাপাশি মুম্বই ক্রিকেট দলও তাঁর অধিনায়কত্বেই রনজি ট্রফিতে জয়লাভ করেছিল। ইতিপূর্বে আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে কেকেআর ব্রিগেডের ক্যাপ্টেন্সি গ্রহণ করতে তাঁর কোনও অসুবিধা হবে না।
ভারতীয় ক্রিকেট দলে অজিঙ্কা রাহানের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে, বলা যেতেই পারে। এই পরিস্থিতিতে তিনি যাবতীয় মনোসংযোগ কলকাতা নাইট রাইডার্সের উপরেই লাগাতে পারবেন।
সম্প্রতি তাঁর ব্যাটিংয়েও সেই পুরনো ঝাঁঝ দেখতে পাওয়া যাচ্ছে। আরও আক্রমণাত্মক ব্যাটার হিসেবে তিনি এই টুর্নামেন্ট খেলতে পারবেন। এই পরিস্থিতিতে কেকেআর ম্য়ানেজমেন্ট তাঁকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখতেই পারে।
ইতিপূর্বে শোনা যাচ্ছিল, কেকেআর ম্য়ানেজমেন্ট ভেঙ্কটেশ আইয়ারকে অধিনায়ক করতে পারে। কিন্তু সর্বশেষ পাওয়া খবর অনুসারে, তিনি কলকাতা নাইট রাইডার্স দলের সহ অধিনায়ক হতে পারে। এমনকী, ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তাঁকে তৈরি করতে পারে কেকেআর।
বিগত কয়েকবছর ধরেই ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে রয়েছেন। দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও তাঁকে বেশ পছন্দ করেন। এই পরিস্থিতিতে অজিঙ্কা তাঁকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গড়ে তুলতে পারেন।