শেষ আপডেট: 15th October 2024 17:00
দ্য ওয়াল ব্যুরো: অজয় জাদেজা। ভারতীয় ক্রিকেটের এই 'পোস্টার বয়' একটা সময় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে তাঁর বর্ণাঢ্য কেরিয়ার অচিরেই ম্য়াচ গড়াপেটায় কালিমালিপ্ত হয়। সম্প্রতি জামনগর রাজ পরিবারের উত্তরাধিকারী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। জাম সাহেব শত্রুশল্যসিংজি একটি চিঠি লিখে অজয় জাদেজাকে তাঁর 'ওয়ারিশ' ঘোষণা করে গিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পরই চারদিকে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। অনেকেই জানতে চাইছেন, রাজ পরিবারের সদস্য হওয়ার পর এই ভারতীয় ক্রিকেটারের মোট সম্পত্তির পরিমাণ মোট কত দাঁড়াল? আসুন, সেটাই জেনে নেওয়া যাক।
১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি জামনগরের রাজপরিবারে অজয় জাদেজার জন্ম হয়। তাঁর বাবা দৌলতসিংজি জাদেজা তিনবার লোকসভা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জাম সাহেব শত্রুশল্যসিংজি তাঁরই তুতোভাই ছিলেন।
যে রাজপরিবারের সঙ্গে অজয় জাদেজার সম্পর্ক রয়েছে, ক্রিকেট দুনিয়ায় তাঁদের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই পরিবার থেকেই উঠে এসেছেন কে এস রনজিৎসিংজি এবং কে এস দলীপসিংজি-র মতো ক্রিকেটাররা। তাঁদের নাম অনুসারেই রনজি ট্রফি এবং দলীপ ট্রফি আয়োজন করা হয়।
১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলেছেন অজয় জাদেজা। তিনি ১৫ টেস্ট ম্যাচ এবং ১৯৬টি ওয়ানডে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে খেলেছেন। বেশ কয়েকবার ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ১৯৯৫ সালে এশিয়া কাপ জয়ী টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অজয় জাদেজা।
একটা টিম ইন্ডিয়ার সেরা ফিল্ডার হিসেবে সুখ্যাতি ছিল জাদেজার। পাশাপাশি তাঁর রানিং বিটুইন দ্য উইকেটও নজর কেড়েছিল সকলের। তবে এই সুখ্যাতি ঢাকা পড়েছিল কলঙ্কের অন্ধকারে। তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। সেকারণে বিসিসিআই তাঁকে আজীবন নির্বাসিত করেছিল।
দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপে শেষপর্যন্ত তিনি নির্বাসনের হাত থেকে রেহাই পান। কিন্তু, আর কখনও টিম ইন্ডিয়ার হয়ে তাঁকে ক্রিকেট খেলতে দেখা যায়নি। আইপিএল এবং আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে তাঁকে অবশ্য দেখতে পাওয়া গিয়েছে।
জয়া জেটলির কন্যা অদিতি জেটলিকে বিয়ে করেন অজয় জাদেজা। তাঁদের দুই সন্তান রয়েছেন। সংবাদমাধ্যম থেকে অজয় নিজেকে দুরে রাখতেই ভালবাসেন। তিনি নিজের জীবনে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখেন। পরিবার নিয়ে আপাতত তিনি একটি সাধারণ এবং শান্ত জীবনযাপন করেন।
অজয় জাদেজা ভারতীয় ক্রিকেটের অন্যতম ধনী খেলোয়াড়দের তালিকায় পড়েন। রাজপরিবারের পাশাপাশি তিনি ক্রিকেট কেরিয়ার এবং অন্য জায়গা থেকে প্রচুর অর্থ উপার্জন করেছেন। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,৪৫০ কোটি। এরমধ্যে তাঁর পারিবারিক সম্পত্তিও রয়েছে।