শেষ আপডেট: 16th September 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে সারলেন অদিতি রাও হায়দারী। কাছের মানুষজনকে সঙ্গে নিয়ে সোমবার সকালে তেলেঙ্গানার ৪০০ বছর পুরনো এক মন্দিরে পার্টনার সিদ্ধার্থ সূর্যনারায়ণের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। দু'জনেই বিয়ের খবর শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় পোশাকে অপূর্ব লাগছিল এই তারকা দম্পতিকে।
ছবি শেয়ার করে অদিতি নিজেদের মিস্টার অ্যান্ড মিসেস আদু-সিদ্ধু বলে উল্লেখ করেন। পোস্টের ক্যাপশনে লেখা, 'তুমি আমার চন্দ্র-সূর্য-তারা.. আমার আদর্শ জীবনসঙ্গী।'
বিয়ের দিন ভারতীয় পোশাকে সেজেছেন তাঁরা। ঘিরে রঙের পোশাক সঙ্গে সোনালী জরির কাজ। সকালে রোদ গায়ে পড়তে যার সৌন্দর্য দশ গুন বেড়ে গিয়েছে।
অদিতি লেহেঙ্গা প্যাটার্নের শাড়ি পরেছেন। সঙ্গে যে ব্লাউজটি বেছে নেওয়া হয়েছে তার কাজও অপূর্ব। সোনালী স্ট্রাইপ দিয়ে কাজ করা রয়েছে গোটা ব্লাউজে।
এর সঙ্গে কুন্দনের গয়নায় সেজেছেন বিব্বোজান। গোলাপী রঙের পোলকি কানের দুল পরেছেন। হাতে সোনালী রঙের চুড়ি।
দক্ষিণ ভারতীয় স্টাইলেই মাথায় সাদা ফুল লাগিয়েছেন কনে। মেকআপ করেছেন একদম সাদামাটা।
সিদ্ধার্থ পরেছিলেন সাদা রঙের কুর্তা। সঙ্গে দক্ষিণ ভারতীয় ধুতি।
অদিতির বিয়ের লুকে সবচেয়ে নজর কেড়েছে তাঁর হাতের মেহেন্দি। ছবি থেকেই স্পষ্ট কালচে মেরুন রঙের অর্ধ চাঁদ জ্বলজ্বল করছে তাঁর হাতের উপর।
চলতি বছর মার্চ মাসে বাগদান সেরেছিলেন এই দম্পতি। তারপর থেকে একাধিক বার তাঁদের বিয়ের গুঞ্জন শোনা গিয়েছে। অনেকেই মনে করছিলেন, লুকিয়ে বিয়ে সেরে ফেলেছেন তাঁরা। বলাবাহুল্য সোমবার সকালে বিয়ের পোস্ট দিয়ে সকলকে চমকে দিলেন বিব্বোজান ও সিদ্ধার্থ।