শেষ আপডেট: 5th March 2025 17:31
দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ছাড়া আজকাল কার্যত চলে না বাচ্চারা। খাওয়া খেকে ঘুম, পুরোটাই কেয়ার অফ মুঠোফোন। অতিরিক্ত স্ক্রিন টাইম তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। কমিয়ে দিতে পারে সৃজনশীলতা। বিকাশেও বাধা সৃষ্টি করে। মনোবিদ এবং চিকিৎসক, প্রায় সবাই বলছেন, মোবাইল থেকে শিশুদের দূরে রাখতে হবে। কিন্তু মোবাইল ছাড়া বাচ্চা নাওয়া-খাওয়া ছেড়ে ফেলে? উপায় খুঁজে বের করা জরুরি।
খেলাধুলা ও বাইরের পরিবেশে সময় কাটানো
শিশুকে পার্কে নিয়ে যাওয়া, দৌড় করানো, সাইকেল চালানো বা বন্ধুদের সঙ্গে খেলার সুযোগ করে দিন। এতে শারীরিকভাবে সুস্থ থাকবে এবং আনন্দ পাবে।
আর্ট ও ক্রাফ্টে যুক্ত করা
রং, কাগজ ও আঠা দিয়ে ছবি আঁকা বা কাগজের নানান জিনিস বানানোর সুযোগ করে দিতে হবে। এতে সৃজনশীলতা ও দক্ষতা বাড়বে।
গল্প বলা
শিশুদের সঙ্গে আগেকার দিনের মতো গল্প করুন। বই পড়ুন তার সামনে বা তাকে নিজের গল্প বানিয়ে বলতে উৎসাহিত করুন। এতে কল্পনাশক্তি ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাবে।
বোর্ড গেম ও ধাঁধার খেলা
লুডো, দাবা বা পাজলের মতো খেলায় অভ্যস্ত করান। এতে বুদ্ধিমত্তার বিকাশ হবে। উপস্থিত বুদ্ধিও বাড়বে।
বাগান পরিচর্যা
শিশুকে গাছ লাগানোর সুযোগ করে দিন এবং কীভাবে গাছের যত্ন নিতে হয় তা শেখান। এতে ধৈর্য বাড়বে।
একসঙ্গে রান্না করা
শিশুকে সহজ রান্নার কাজে যুক্ত করতে পারেন। যেমন— স্যান্ডউইচ বা স্যালাড বানানো। এতে শেখার পাশাপাশি পারিবারিক সম্পর্কও মজবুত হবে।
পোষ্যর যত্ন নেওয়া
যদি বাড়িতে পোষ্য থাকে, তাহলে শিশুকে তার খেয়াল রাখতে দিন। সঙ্গী পাবে ফলে মোবাইলে আসক্তি কমবে।