শেষ আপডেট: 23rd January 2025 00:08
দ্য ওয়াল ব্যুরো : কলকাতার ইডেন গার্ডেন্সে অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় জয় করেছে। বাঁ-হাতি এই ব্য়াটার ব্রিটিশ বোলিং আক্রমণকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন। অভিষেক মাত্র ৩৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন।
তাঁর এই ইনিংসে ৫ বাউন্ডারি এবং ৮ আকাশছোঁয়া ছক্কা রয়েছে। টিম ইন্ডিয়ার এই তরুণ ব্য়াটার ৭৯ রানের মধ্যে ৬৮ রানই বাউন্ডারি থেকে সংগ্রহ করেছেন। মাত্র ২০ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন অভিষেক। এই ইনিংস হাঁকিয়ে তিনি একাধিক রেকর্ড চূর্ণ-বিচূর্ণ করে দেন।
ইংল্য়ান্ডের বিরুদ্ধে অভিষেক শর্মা দ্বিতীয় সবথেকে দ্রুত হাফসেঞ্চুরি করেছেন। তিনি মাত্র ২০ বলে এই হাফসেঞ্চুরি করেন। অভিষেক প্রথমে তাঁর ৫১ রানের মধ্যে ৪৮ রানই বাউন্ডারি থেকে সংগ্রহ করেন। এক্ষেত্রে তিনি কেএল রাহুলের একটি রেকর্ড ভেঙে দেন।
২০১৮ সালে রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭ বলে ফিফটি করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সবথেকে দ্রুত অর্ধশতরান করেছিলেন যুবরাজ সিং। ২০০৭ সালে মাত্র ১২ বলে তিনি হাফসেঞ্চুরি পূরণ করেন।
অভিষেক শর্মার ৭৯ রানের মধ্যে ৬৮ রান শুধুমাত্র চার-ছক্কা হাঁকিয়েই আসে। এই ম্যাচে তিনি ৮৬ শতাংশ বাউন্ডারি হাঁকিয়েছেন। রোহিত শর্মার রেকর্ড অল্পের জন্য ভাঙতে পারেননি অভিষেক শর্মা।
২০১৭ সালে রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৮ রানের মধ্যে ১০৮ রানই বাউন্ডারি হাঁকিয়ে সংগ্রহ করেছিলেন। অর্থাৎ ওই ম্য়াচে রোহিত ৯১ শতাংশ বাউন্ডারি হাকিয়েছিলেন।
এই ম্যাচে অবশ্য অভিষেক ইংল্যান্ডের পেস বোলার মার্ক উডকে কার্যত ধুয়ে দেন। পাশাপাশি আদিল রশিদের বিরুদ্ধেও তিনি হাত খুলে মারতে থাকেন।