শেষ আপডেট: 23rd July 2023 12:59
দ্য ওয়াল ব্যুরো: ‘দ্য বয় হু লিভড’, হ্যারি পটারের এই প্রথম চ্যাপ্টার ভোলার নয়। ওই যে শুরু তারপর একটা গোটা জেনারেশন যেন একটা ম্যাজিকে মেতে গেল। নয়ের দশকে জন্মানো ছেলেমেয়েদের কাছে হ্যারি পটার একটা অনুভূতির নাম। হ্যারি পটার একটা দশকের নাম। পটার হেড বলে ডাকলে ছোটবেলায় রাগ হলেও এখন কিন্তু মন্দ লাগে না।
শুধু বইয়ের পাতায় বন্দি থাকেনি এ অনুভূতি। হলিউডে সাড়া ফেলে দেওয়া সিরিজগুলোর মধ্যেও অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে হ্যারি পটার। কালো মোটা গোল ফ্রেমের চশমা পরা ফর্সা একটা বাচ্চা, কিন্তু হাবভাবে সে অনেক বড়-- ছোট্ট হ্যারির চরিত্রে এভাবেই পর্দায় এসেছিল ছোট্ট ড্যানিয়েল ব়্যাডক্লিফ (Daniel Radcliffe)। নয়ের দশকের ছেলেমেয়েদের সঙ্গেই বেড়ে উঠেছে সে, আজ তার ৩৪তম জন্মদিন।
এটি এমন একটি সিরিজ, যা একসময় প্রায় গোটা দেশের ছেলে-মেয়েকে বইয়ের পাতায় মশগুল হতে বাধ্য করেছিল।
আলকারাজ কে! শিকারি বাবার ছোট্ট ছেলের হাতে কীভাবে উঠল ব়্যাকেট, স্প্যানিশ তারকার তিন ভাইকে চেনেন
হ্যারি পটার সিরিজের (২০০১-২০১১) হ্যারি পটার- এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্ট-এর মতো তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের মাঝে প্রথমদিকে তাঁকে একটু অস্পষ্ট লাগলেও পরের দিকে তিনিই ছিলেন এই সিরিজের প্রাণভোমরা। উইজার্ডের চরিত্রে ড্যানিয়েলকে ছাড়া আর কাউকে এখন ভাবা অসম্ভব। সেই সময়ের সবথেকে বড় হিট ছিল এই সিরিজ যা ৮ বিলিয়ন ডলার আয় করেছিল।
কিল ইওর ডারলিংসের (২০১৩) অ্যালেন গিন্সবার্গ- এই ছবিতে ড্যানিয়েলকে এক বিদ্রোহী কবির চরিত্রে দেখা যায়। বক্স অফিসে ছবিটি তেমন সাফল্য না পেলেও ড্যানিয়েলের অভিনয় প্রশংসিত হয়েছে।
হর্ন্সের (২০১৩) ইগনেশিয়াস প্যারিস- ফ্যান্টাসি থেকে হরর সব ধরনের ছবিতেই পর্দায় আলোড়ন তুলেছেন অভিনেতা ড্যানিয়েল। এই ছবিতে তাঁকে দেখা এক লড়াকু মানুষের চরিত্রে যিনি একটি খুনের মামলা থেকে নিজের নাম সরানোর চেষ্টা করছে। অসামান্য দক্ষতায় চরিত্রটি ফুটিয়ে তুলেছেন অভিনেতা।
ইম্পেরিয়ামের (২০১৬) নেট ফস্টার- ম্যাজিকের রাজত্ব থেকে বেরিয়ে এসে এবার সরাসরি বাস্তবের মাটিতে। এই ছবিতে একজন এফবিআই এজেন্ট হিসেবে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এই ছবি।
সুইস আর্মি ম্যানের (২০১৬) ম্যানি- এই ছবিতে তাঁর অভিনয় শুধু দর্শকের মন কেড়ে নেয়নি এমনকি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। শুধুমাত্র জীবিত নয় এই ছবিতে তাঁকে দেখা যায় এক প্রাণহীন মৃতদেহের ভূমিকায়। প্রাণহীন মৃতদেহেও যে কত প্রাণ থাকে তার প্রমাণ এই ছবিতে ড্যানিয়েল র্যাডক্লিফের অভিনয়।
নাও ইউ সি মি টুয়ের (২০১৬) ওয়াল্টার ম্যাব্রি- এই ছবিতে অ্যান্টাগনিস্ট চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ওয়াল্টার ম্যাব্রির দুর্দান্ত চরিত্রায়ন প্রমাণ করে দিয়েছে পর্দায় এখনও অনায়াসে ম্যাজিক দেখিয়ে চলেছে ছোট্ট ‘হ্যারি’।