শেষ আপডেট: 2nd September 2024 13:54
দ্য ওয়াল ব্য়ুরো: প্যাচপ্যাচে ওয়েদার, ঘামে অস্থির প্রায় সকলে সঙ্গে বৃষ্টির দাপট। বর্ষায় জামাকাপড় নিয়ে এক্সপেরিমেন্টের কথা ভাবা গেলেও হেয়ার স্টাইলিং নিয়ে তাই অনেকেই কিছু ভাবতে পারেন না। কিন্তু অফিস হোক বা অনুষ্ঠান বাড়ি, চুলে কারসাজি না করলে পিকচার পারফেক্ট লুক পাবেন কী করে? তাই বেশি না ভেবে ফলো করুন সেলেব হেয়ারস্টাইল আর নিজেকে সাজিয়ে ফেলুন টুক করে।
ওয়েট স্লিক লুক
আপনি জাস্ট অফিস থেকে ফিরেছেন বা হাতের কাজ শেষ করেই বেরোতে হবে কোনও পার্টিতে। শ্যাম্পু করার টাইম নেই। তাহলে এই লুক আপনারই জন্য। খুব কম সময়ে ওয়েট স্লিক লুকে আপনাকে লাগবে নিট অ্যান্ড ক্লিন।
হাফ আপডু
এই ওয়েদারে বেশিরভাগ সময়ই স্ক্যাল্প তেলতেলে থাকায় চুলের ভলিউম বোঝা যায় না। ড্রাই শ্যাম্পু, ভলিউমাইজ়িং স্প্রে, মুস এসব ব্যবহারে চুলের বেশ অন্যরকম টেক্সচার আসে। সেই চুলে মাঝখান থেকে সিঁথি করে হাফ চুল খোঁপার মতো বেঁধে নিলেই আপনি রেডি হাফ আপডু লুকে।
মেসি লো পনি
চুল আপনার সবচেয়ে প্রিয়, তাই যেমন স্টাইলিং হোক আপনি এতে বেশি কিছু ব্যবহার করবেন না। এমন হলে, এই লুক হতে পারে আপনার যেকোনও অনুষ্ঠানের সঙ্গী। মাঝখান থেকে চুলটা সামান্য দু‘ভাগে ভাগ করে মাথার পিছনে নীচের দিকে জাস্ট একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে ফেলুন। চাইলে নীচের দিকটা একটু ব্যাক ব্রাশও করে নিতে পারেন।
মিডল পার্টেড ব্রেইডেড বান
বৃ্ষ্টিতে ভিজব কিন্তু চুলের ক্ষতি হবে না। এটা কে না চায়। এই হেয়ারস্টাইল হল আদতে খোঁপার সঙ্গে বিনুনি। দুটো ঝুঁটি বাঁধতে হবে মাথায়, প্রথমটায় কম চুল পরেরটায় বেশি। প্রথমটা বিনুনি করে আর দ্বিতীয়টা খোঁপা করে, বিনুনিটা খোঁপার চারপাশে আটকে দিতে হবে। মিডল পার্টেড ব্রেইডেড বান রেডি।
টপ নট বান
সারাদিন বাড়ির কাজ বা বাসে ট্রামে যাতায়াতের সময় আমরা বেশিরভাগ সময়ই চুল বাঁচাতে বা গরম-ঘাম থেকে বাঁচতে টপ নট বান করে থাকি। এটা তাই আলাদা করে বেশি সময় দিয়ে স্টাইলিং করতে হয় না। যেকোনও ফ্লেয়ার্ড ড্রেসের সঙ্গে এই বান ভীষণ ভালো লাগে। নিজেকে একটু অন্যরকম দেখাতে এর সঙ্গে চুলের সামনে একটু ফ্রিঞ্জ অ্যাড করা যেতে পারে।