শেষ আপডেট: 10th July 2023 15:04
দ্য ওয়াল ব্যুরো: পায়ে সাধারণ মানের স্পোর্টস শু, হাতে উইলো ব্যাট, মাথায় হেলমেট নেই, নেই কোন প্রোটেক্টিভ গার্ড। একের পর এক সেঞ্চুরি। তখন দেশ, বিদেশের মাটি কাঁপাচ্ছেন তরুণ এক সুদর্শন যুবক। দাপুটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রাণপণে লড়াই করে চলেছে সেই মুম্বইকর। ১২৫ টি টেস্ট ম্যাচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা, সেই সঙ্গে প্রথম ভারতীয় হিসেবে দশ হাজার রানের মালিক। এই কাজটি করে ভারতীয়দের গর্বিত করেছিলেন যিনি, সেই লিটল মাস্টার সুনীল গাভাসকারের আজ জন্মদিন। ৭৩টি বসন্ত পার করে তিনি পা দিলেন ৭৪ বছরে।
১৯৭১ সালে এক ২১ বছর বয়সি যুবক ঝড় তুলে দিয়েছিলেন বিদেশের মাঠে। তিনি আর কেউ নন, সুনীল মনোহর গাভাসকার। ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামা ছিল তাঁর প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচে প্রথম ইনিংসে তাঁর রান ছিল ৬৫ রান ও দ্বিতীয় ইনিংসে করেন ৬৭ রান। খেলাটিতে সাত উইকেটে জিতে যায় ভারতীয় দল।
সাল ১৯৭৯। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলছে। প্রথম ইনিংসে ২০২ রান করে অলআউট ভারতীয় দল। শেষমেশ জয়ের জন্য টার্গেট ৪৩৮ রান। গাভাসকার ৪৪৩ বলে ২২১ রান করেন তিনি যার মধ্যে ২১টি বাউন্ডারি ছিল। ডাবল সেঞ্চুরি করলেন সানি ও ম্যাচ ড্র হল।
১৯৭৬ সালে ভারতীয় ক্রিকেট দল ৪০০ রান তাড়া করে জেতে। ১০২ রান করেন সুনীল গাভাসকার ও গুন্ডাপ্পা বিশ্বনাথ করেছিলেন ১১২ রান। টার্গেট ছিল ৪০৩, সেখানে ১৪৭ ওভারে ৪০৬ রান করে ভারত জিতে যায় সেই ম্যাচ। যার কেন্দ্রে ছিলেন লিটল মাস্টার।
সুনীল গাভাসকার টেস্ট ম্যাচে সবথেকে বেশি রান করেন ১৯৮৩ সালে চেন্নাইয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সুনীল গাভাসকার ৪২৫ বলে ২৩৬ রান করেন, যার মধ্যে ছিল ২৩টি চার। মনে করা হয়, ওটাই গাভাসকারের জীবনের শ্রেষ্ঠ ম্যাচ।
১৯৮৭ সালে বিশ্বকাপের ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গাভাসকার ৮৮ বলে ১০৩ রানে অপরাজিত ছিলেন। তিনটি ওভার বাউন্ডারি ও ১০টি কপিবুক বাউন্ডারি ছিল ইনিংসে। নাগপুরের মাটিতে সেদিন ইতিহাস তৈরি হয় সানির হাত ধরে।