শেষ আপডেট: 20th December 2023 14:56
দ্য ওয়াল ব্যুরো: কোনও উৎসব বা বিশেষ কোনও অনুষ্ঠান থাকলে অনেকেই ভাল কোনও রেস্তোরাঁতে গিয়ে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন। অনেকে আবার পছন্দ করেন বাড়িতে নিজেদের মতো রান্না করে খেতে। কিন্তু এখনকার ব্যস্ত জীবনে বাড়িতে রান্না করে খাওয়ার আর সময় কোথায়? তাই বেশিরভাগ মানুষই বেছে নেন ভাল কোনও রেস্তোরাঁ বা ক্যাফে।
কলকাতা শহরে অগুন্তি ক্যাফে ও রেস্তোরাঁ। তার উপর আবার প্রতিদিন নিত্যনতুন রেস্তোরাঁ খুলেই চলেছে। সদ্য চালু হওয়া তিনটি রেস্তোরাঁ কাম ক্যাফের খোঁজ রইল এখানে।
ম্যাডাম জি - হোইয়াট ওয়াল, জিওমেট্রিক শেপের থ্রি ডি আর্ট, শৌখিন আসবাবপত্র, গাছপালা দিয়ে সাজানো ৩০০০ স্কোয়ার ফিটের এই রেস্তোরাঁ কলকাতা শহরে নতুন সংযোজন। নাম মাড্যাম জি। রেস্তোরাঁর ভিতরে ভারতীয় আধুনিক শিল্পের ছোঁয়া যেমন রয়েছে তেমনই রয়েছে পাশ্চাত্য অনুপ্রেরণায় তৈরি বিভিন্ন আসাবাব।
এছাড়া লাল, হলুদ এবং কমলা রঙের আলোর ছটা মাঝে মাঝে পুরো রেস্তোরাঁর পরিবেশটাই বদলে দিচ্ছে। খাবারের মধ্যে পেয়ে যাবেন নর্থ ইন্ডিয়ান থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, গোয়ান ক্যুইজিন সব কিছুই। সঙ্গে রয়েছে দারুণ ককটেল কাউন্টার।
ঠিকানা - এল আর সরণি, ভবানীপুর, কলকাতা ২০।
লিটিল বিট সোবার - কলকাতা শহরের এই প্রথম ট্রু ব্লু ককটেল বার হল লিটিল বিট সোবার। চৌরঙ্গী রোডের বড় বড় অফিস বিল্ডিংয়ের মাঝে লুকিয়ে আছে এই সদ্য চালু হওয়া রেস্তোরাঁ কাম বারটি। লাল কালো থিম নিয়ে করা এই রেস্তোরাঁতে ঢুকলেই মনে হবে যেন কোনও সিনেমার সেট।
লাল দরজা, কালো মোজায়েক করা ফ্লোর, নৌকার মতো দেখতে বার কাউন্টার, জ্যাজ মিউজিক, সত্যিই অদ্ভুত সুন্দর।
আফগানি কাবাব থেকে শুরু করে বার্গার, লেবানিজ ফুড, ডিমসাম যা চাইবেন তাই পাবেন।
ঠিকানা - ৬০, চৌরঙ্গী রোড, (দোতলা) শ্রীপল্লী, তালতলা, কলকাতা ২০।
কোবো ক্যালকাটা - পার্ক স্ট্রিটের অরিস হোটেলের রুফটপে রয়েছে এই বার কাম রেস্তোরাঁ। ৬০০০ স্কোয়ার ফুটের এই রেস্তোরাঁ মোট তিনটি সেকশনে ভাগ করা। গ্লাসহাউস, সেমি আউটডোর এবং ওপেন এয়ার। প্রত্যেকটা একে অপরের থেকে আলাদা ভাবে সাজানো। গ্লাসহাউস এবং সেমি আউটডোর এরিয়া একে অপরের সঙ্গে যুক্ত। একটা সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য বেছে নিতেই পারেন এই রুফটপ রেস্তোরাঁ।
সুশি থেকে শুরু করে থাই ফুড, নর্থ ইন্ডিয়ান ক্যুইজিন সবই পাবেন এখানে। সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের মকটেল এবং ককটেলও।
ঠিকানা - ৪, রবিনসন স্ট্রিট, মল্লিক বাজার, পার্ক স্ট্রিট, কলকাতা ১৭।