শেষ আপডেট: 13th November 2024 21:36
দ্য ওয়াল ব্যুরো: বহু পরিবারে পোষ্য হিসেবে কুকুর থাকে। বিশ্বস্ত সঙ্গীর মতোই সঙ্গ দেয় তারা। তবে, কুকুরের দ্বারা আক্রমণের কথা মাথায় রেখে, রটউইলার, পিটবুল-সহ একাধিক কুকুর নিষিদ্ধ করা হয়েছে আমাদের দেশে। মূলত হিংস্র প্রকৃতির কুকুরগুলিকেই নিষিদ্ধ করা হয়। তবে, এমন অনেক কুকুর আছে, যারা শান্ত প্রকৃতির। আপনার সঙ্গে ঘরেরই একজন হয়ে উঠবে।
কাভালিয়ার কিং চার্লস স্প্যানিয়াল
এই ব্রিডের কুকুররা বিখ্যাতই নিজেদের মিষ্টি স্বভাবের জন্য। পরিবারের সকলের সঙ্গে মিশে থাকতে পারে। বড় পরিসর হোক বা ছোট, এদের মানিয়ে নিতে তেমন সমস্যা হয় না।
গ্রেহাউন্ড
বহু পশ্চিমী সিনেমায় গ্রেহাউন্ডের উল্লেখ রয়েছে। আমাদের দেশেও কম-বেশি দেখা যায়। শখ করে এই ব্রিডের কুকুর অনেকেই বাড়িতে রাখে। খুবই শান্ত, সাধারণত খুব বেশি লাফালাফিও করে না। বাইরে নিয়ে গেলেও সমস্যায় পড়ার সম্ভাবনা কম।
ব্যাসেট হাউন্ড
গ্রেহাউন্ডের মতোই সুন্দর এক জোড়া কান রয়েছে। দেখতে খুবই মিষ্টি। বাড়িতে বাচ্চা থাকলে এই ব্রিডের কুকুর সঙ্গে রাখতে পারেন, সমস্যা করবে না।
ফ্রেঞ্চ বুলডগ
মানুষের সঙ্গে থাকতে ভালবাসে এই ব্রিডের কুকুর। খুবই মিশুকে স্বভাবের হয়। খুব বেশি বাইরে বেরোনো বা খুব বড় জায়গা এদের লাগে না। ফ্ল্যাটে মানিয়ে নিতে পারে।
ইংলিশ বুলডগ
বুলডগেরই অন্য প্রজাতি। এদেরও খুব বেশি বাইরে বেরোনোর দরকার হয় না। খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না। খুবই মানুষ ভালবাসে এবং প্রোটেক্টিভ হয়।
বার্নিস মাউন্টেন ডগ
আকারে অনেকটা বড় হয়। খুব ছোট জায়গা থাকলে বাড়িতে বা ফ্ল্যাটের আকার ছোট হলে এই কুকুর না আনাই ভাল। খুবই নরম স্বভাবের ও এরাও বাচ্চাদের সঙ্গে মিলেমিশে যেতে পারে। খুব ছটফটে নয়
শিৎজু
ছোট সাদা উলের বলের মতো দেখতে হয় শিৎজু। বিভিন্নভাবে সাজানো যায় এদের। শান্ত, অলস, মিশুকে স্বভাবের হয়। যে কারও সঙ্গে মিলেমিশে থাকতে পারে। আকার খুবই ছোট হওয়ায় ফ্ল্যাটেও থেকে যেতে পারে।
গ্রেট ডেন
নাম শুনলে বা সামনে থেকে দেখলে অনেকেই ভয় পায়। কিন্তু অবাক করা কাণ্ড হল গ্রেট ডেন খুবই শান্ত স্বভাবের। জেন্টাল জায়েন্টস বলা হয় এদের। মিশুকে হয়, বাড়িতে থাকতে পছন্দ করে। কিন্তু এদের বাইরে নিয়ে যেতে হয় দিনে একবার হলেও। আকার বড় সঙ্গে খোলামেলা জায়গা পছন্দ এই ব্রিডের।
আইরিস উলফহাউন্ড
ঘরে থাকতেই পছন্দ করে। লোম থাকে প্রচুর। শান্ত, চুপচাপ স্বভাবের হয়। খুব বেশি বাইরে ঘুরতে না নিয়ে গেলেও চলবে।
নিউফাউন্ডল্যান্ড
দূর থেকে দেখলে মনে হতেই পারে খানিকটা ভাল্লুকের মতো লাগছে। দেখতেও তেমনই। চোখ তীক্ষ্ণ কিন্তু স্বভাব শান্ত। বাড়িতে একদম ছোট শিশু থাকলেও এই কুকুর সঙ্গে রাখলে সমস্যা হবে না।