শেষ আপডেট: 27th November 2024 13:01
দ্য ওয়াল ব্যুরো: সেই কবে গান বাঁধা হয়েছিল: চলো যাই চলে যাই দূর বহুদূর, গায়ে মেখে সোনালি রঙ, সোনা রোদ্দুর। ক্রিসমাস তথা ছুটির মরশুম আসছে। এই শীতে বরফ ও কুয়াশা মেখে ছুটি কাটাতে চাইলে নীচে রইল সেরা দশ ঠিকানা।
তাওয়াং, অরুণাচল প্রদেশ: একাধিক মঠ, তুষার ঢাকা পাহাড়, এবং স্থানীয় সংস্কৃতিতে সমৃদ্ধ। তাওয়াং শীতকালে তুষারের চাদরে ঢেকে যায়, যা তুষারপ্রেমীদের জন্য আদর্শ।
শিলং, মেঘালয়: উমিয়াম লেক, এলিফ্যান্ট ফলস, এবং প্রাণবন্ত ক্যাফে দেখতে যেতেই হবে এখানে। ঠান্ডা আবহাওয়া এবং হালকা কুয়াশা শিলংয়ের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।
গ্যাংটক, সিকিম: ছাঙ্গু লেক, নাথুলা পাস, এবং ঐতিহ্যবাহী মঠে ভরে আছে এই শহর। তুষারে মোড়া পর্বতমালা, জমাটবাঁঘা লেক, এবং ইয়াক রাইডের জন্য শীতকালই আদর্শ সময়।
জিরো ভ্যালি, অরুণাচল প্রদেশ: মনোরম উপত্যকা, আপাতানি উপজাতির সংস্কৃতি, এবং দিগন্তবিস্তৃত ধানখেত এখানকার বৈশিষ্ট্য। কুয়াশায় মোড়া প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ শীতের আনন্দকে দ্বিগুণ করবে।
কাজিরাঙা জাতীয় উদ্যান, অসম: একশৃঙ্গ গণ্ডার, হাতি, এবং পরিযায়ী পাখিদের সঙ্গে দেখা করে আসুন। সাফারি উপভোগের সেরা সময় শীতকালই। পাখিদের আগমন উদ্যানকে জীবন্ত করে তোলে এই সময়।
চেরাপুঞ্জি, মেঘালয়: লিভিং রুট ব্রিজ, প্রচুর জলপ্রপাত, এবং রহস্যময় গুহাদের জায়গা। শীতেও জলপ্রপাতগুলো সচল থাকে, এবং ঠান্ডা আবহাওয়া ট্রেকিংয়ের জন্য মোটেও মন্দ নয়।
মাজুলি, অসম: বিভিন্ন মঠ, মিশিং উপজাতির সংস্কৃতি, এবং নিরিবিলি নদীদ্বীপ দেখতে যেতেই হবে মাজুলি। ব্রহ্মপুত্র শীতে শান্ত থাকে, এবং বিভিন্ন সাংস্কৃতিক উৎসব এখানকার আকর্ষণ বৃদ্ধি করে।
আইজল, মিজোরাম: মিজোরামের অনন্য সংস্কৃতি, নয়নাভিরাম দৃশ্য, এবং স্থানীয় খাবার দু’হাত বাড়িয়ে ডাকছে। ঠান্ডা ও মনোরম আবহাওয়াই পর্যটনের জন্য উপযুক্ত।
পেলিং, সিকিম: কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, পেমায়াংতসে মঠ, এবং রাবডেনসে মঠের ধ্বংসাবশেষ দেখতে ঘুরে আসুন এখান থেকে। বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য এবং পরিষ্কার আকাশে তারার ঝলকানি উপভোগ করতে পারবেন।
কোহিমা, নাগাল্যান্ড: হর্নবিল উৎসব, ঐতিহ্যবাহী গ্রাম, এবং যুদ্ধের স্মৃতিসৌধ সাজিয়ে রেখেছে এই ছোট্ট শহর। ডিসেম্বর মাসে হর্নবিল উৎসব নাগাল্যান্ডের সাংস্কৃতিক বৈচিত্র্যের খনি। পর্যটকদের মূল আকর্ষণ এই সময়ের কোহিমা।