শেষ আপডেট: 25th October 2024 15:46
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় 'দানা।' যার প্রভাবে মাঝরাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে বিক্ষিপ্ত ভাবে। শুক্রবার দুপুরেও থামেনি বর্ষণ। এর জেরে শহর এবং শহরতলির একাধিক জায়গা জলমগ্ন, বহু জায়গায় ভেঙেছে গাছ। আলিপুর আাবহাওয়া দফতরের আপডেট বলছে, কলকাতায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে যোধপুর পার্কে, ১৪১ মিলিমিটার।
দানার দাপট কলকাতার কোথায় কেমন দেখে নেওয়া যাক ছবিতে-
মাঝরাত থেকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা পৌরনিগম। জল জমেছে ধর্মতলার আরও কিছু জায়গাতেও। পৌরনিগমর ভিতরে জল জমায় কর্মীদের পা ভিজিয়েই ঢুকতে হয়েছে অফিসে।
দুর্যোগ এড়াতে বৃহস্পতিবার রাত ৮টা থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়। দানার ল্যান্ডফলের পর সকালে স্বাভাবিক হয় পরিষেবা। তবে, লোকজনের দেখা পাওয়া যায়নি তেমন। শুক্রবার সকালে শিয়ালদহ স্টেশনের চিত্রটা ছিল ঠিক এমন।
মাঝরাত থেকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন সেন্ট্রাল অ্যাভেনিউ। গোটা সিআর অ্যাভেনিউতেই ট্র্যাফিক স্লো। সেভাবে দেখা নেই বাস-অটোর।
উত্তর কলকাতার মতো অবস্থা দক্ষিণেরও। জলমগ্ন খিদিরপুর, বেহালা, যোধপুরপার্কের কিছু অংশ, ভবানীপুর কসবার কিছু অংশ ও নাকতলা।
দানার প্রভাব পড়তে পারে, বিপর্যস্ত হতে পারে যান চলাচল। তাই আগে থেকেই প্রস্তুত ছিল কলকাতা পৌরনিগম। সকাল হতেই জল নিকাশির কাজে লেগে পড়েন পৌরনিগমের লোকজন। ঠনঠনিয়া কালীবাড়ির সামনে, শুক্রবার সকালের চিত্র।
এদিকে এসএসকেএমেও জল ঢুকে যায়। জল থইথই অবস্থায় কাজ চলতে থাকে। বেলার চিত্রটা ঠিক এমন।