Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া৭৫ বছরে কেউ শুভেচ্ছা জানালে বুঝতে হবে সরে যাওয়ার সময় এসেছে, মোদীকে অবসরবার্তা ভাগবতের?Eng vs Ind: বুমরাহ বনাম আর্চার: রকেট ভার্সেস রকেট! আজ আগুন-ঝরানো দ্বৈরথের মঞ্চ লর্ডসওড়িশায় প্রাক্তন স্ত্রীর গলা কেটে খুনের চেষ্টা! তাঁর সঙ্গীর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করলেন ব্যক্তিএপ্রিলে তৈরি রাস্তার বেহাল দশা! বেঙ্গালুরুতে নতুন ফুটপাথেই খোঁড়াখুঁড়ি, ক্ষুব্ধ স্থানীয়রাকসবাকাণ্ডে পুলিশি তদন্তে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার, জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্নগুগল ক্রোমের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে ওপেন এআই-এর এই ওয়েব ব্রাউজার, কবে আসছে?মেট্রোয় ফের বিভ্রাট! অফিস টাইমে বিপর্যস্ত লাইফলাইন, লোকাল ট্রেনের উদাহরণ টানছেন যাত্রীরা
Virat Kohli

প্যারালিম্পিক্সের আসরেও বিরাট বন্দনা, কেন উঠল কোহলি প্রসঙ্গ?

বিরাট কোহলিকে চেনেন না, এমন ভারতীয় ক্রিকেট সমর্থক বোধহয় খুব কমই রয়েছে।

প্যারালিম্পিক্সের আসরেও বিরাট বন্দনা, কেন উঠল কোহলি প্রসঙ্গ?

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি

শেষ আপডেট: 3 September 2024 14:27

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলিকে চেনেন না, এমন ভারতীয় ক্রিকেট সমর্থক বোধহয় খুব কমই রয়েছে। দেশে তো বটেই, গোটা ক্রিকেট বিশ্বে বিরাট অনুগামীর সংখ্যা নেহাতই কম নয়। কিন্তু, ক্রিকেটের বাইরেও যে তাঁর অগণিত সমর্থক রয়েছেন, তা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে টিম ইন্ডিয়ার প্যারা শাটলার নীতেশ কুমারের একটি ক্লিপিংস দেখানো হয়েছে। ম্যাচ চলাকালীন একজন ধারাভাষ্যকার নীতেশের হার্দিক প্রশংসা করছিলেন। ঠিক সেইসময়ই বিরাট কোহলির প্রসঙ্গ উঠে আসে।

ওই ধারাভাষ্যকার বললেন, 'ওঁর পারফরম্যান্স ভাল হবে না'ই বা কেন? উনি তো বিরাট কোহলির অন্ধ ভক্ত। বিরাট কোহলি একজন অসাধারণ ক্রিকেটার। ইতিপূর্বে জাতীয় ক্রিকেট দলের হয়ে অধিনায়কত্ব করেছেন।'

তিনি আরও যোগ করেন, 'আমি মনে করি যে ভারতের অধিকাংশ জনগণই বিরাট কোহলিকে নিজেদের আদর্শ বলে মনে করেন।' 

উল্লেখ্য, সোমবার (২ সেপ্টেম্বর) এই টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলস ব্যাডমিন্টন এসএল-৩ ইভেন্টে সোনার পদক জয় করেন ভারতীয় শাটলার নীতেশ কুমার। এই খবরে গোটা দেশজুড়ে খুশির জোয়ার বইতে শুরু করেছে।

নীতেশ রাজস্থানে জন্মগ্রহণ করেন। আইআইটি-তে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। কিন্তু, ২০০৯ সালে তিনি একটি মারাত্মক ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন। এই দুর্ঘটনা তাঁর একটি পা কেড়ে নিয়েছে। এরপর বেশ কয়েকমাস তিনি শয্যাশায়ী থাকেন। কিন্তু, কোনও প্রতিবন্ধকতাই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। বিরাট কোহলির মানসিক দৃঢ়তাকে সঙ্গী করেই জীবন যুদ্ধে তিনি জয়লাভ করেন। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভারত এখনও পর্যন্ত মোট তিনটে সোনার পদক জয় করেছে।


ভিডিও স্টোরি